এইদিন ওয়েবডেস্ক,ওয়াশিংটন,২৩ সেপ্টেম্বর : পাকিস্তানকে অধিকৃত কাশ্মীর ও বেলুচিস্তান খালি করে দিতে বললো ভারত । জাতিসংঘে ভাষণ দেওয়ার সময় জাতিসংঘে ভারতের প্রথম সচিব প্যাটেল গেহলট তিনটি দাবি তুলেছেন । প্রথমত, পাকিস্তান দ্বারা জোর করে দখল করে রাখা অঞ্চলগুলি (পিওকে ও বেলুচিস্তান) অবিলম্বে খালি করে দেওয়া হোক । দ্বিতীয়ত,আন্তঃসীমান্ত সন্ত্রাস বন্ধ করা এবং পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসের অবকাঠামো অবিলম্বে ধ্বংস করা । তৃতীয়ত, সংখ্যালঘুদের উপর ক্রমাগত মানবাধিকার লঙ্ঘন বন্ধ করা ।
কাশ্মীর ইস্যুতে জাতিসংঘের আন্তর্জাতিক ফোরামের অপব্যবহার করার জন্য আজ শনিবার আবারও পাকিস্তানকে চ্যালেঞ্জ করল ভারত। পাকিস্তানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কক্কর, শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮ তম অধিবেশনে ভাষণ দেওয়ার সময়, জাতিসংঘকে কাশ্মীর প্রস্তাব পাস করার এবং সামরিকভাবে হস্তক্ষেপ করার দাবি জানান। যার পাল্টা জবাব দেয় ভারত ।
জাতিসংঘে ভারতের প্রথম সচিব প্যাটেল গেহলট পাকিস্তানকে চ্যালেঞ্জ করে বলেছেন,’পাকিস্তানের একটা অভ্যাস হয়ে গেছে যে ভারতের বিরুদ্ধে ভিত্তিহীন ও মারাত্মক অভিযোগ তোলা । জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন পাকিস্তানের এই মানসিকতার বিষয়ে ভালোভাবে অবগত আছে । নিজেদের মানবাধিকার লঙ্ঘনের দৃষ্টান্ত গুলি থেকে আন্তর্জাতিক সমুদায়ের নজর ঘোরাতে পাকিস্তান এই সমস্ত অভিযোগগুলি তোলে ।’
তিনি স্পষ্ট করে বলেন,’জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অংশ। পাকিস্তানের আমাদের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলার কোনো অধিকার নেই। অন্যের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার থেকে বরঞ্চ প্রথমে নিজের দেশে মানবাধিকারের গুরুতর লঙ্ঘনের দিকে নজর দেওয়া উচিত এবং অবিলম্বে তা বন্ধ করা উচিত পাকিস্তানের ।’
পাকিস্তানকে আক্রমণ করে প্যাটেল গেহলট বলেছেন, ‘মুম্বাই হামলার সন্ত্রাসীদের বিরুদ্ধে আপনাদের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত, দীর্ঘ ১৫ বছর পরেও ক্ষতিগ্রস্তরা এখনও বিচারের অপেক্ষায় রয়েছে। পাকিস্তান আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের শক্ত ঘাঁটি। পাকিস্তানকে সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়ে পরিণত করা হয়েছে।’
মানবাধিকার লঙ্ঘন নিয়েও পাকিস্তানকে তুলোধুনো করে ভারত । এই বিষয়ে প্যাটেল গেহলট বলেন,’পাকিস্তানে মানবাধিকার লঙ্ঘনের রেকর্ড বিশ্বের মধ্যে সবচেয়ে খারাপ । বিশেষ করে নারী ও সংখ্যালঘুদের ওপর অত্যাচারের অনেক ঘটনা রয়েছে। পাকিস্তানকে আগে তার অভ্যন্তরীণ পরিস্থিতি উন্নতি করতে হবে ।’ গত আগস্টে পাকিস্তানের জরানওয়ালায় খ্রিস্টান-বিরোধী সহিংসতার কথা উল্লেখ করে প্যাটেল বলেন,’ওই সহিংসতায় মোট ১৯ টি গির্জা আক্রমণ করা হয়েছিল এবং ৮৯ টি খ্রিস্টান বাড়িতে আগুন দেওয়া হয়েছিল। পাকিস্তানে আহমদিয়া সম্প্রদায়ের বিরুদ্ধে একই ধরনের অপরাধ করা হচ্ছে যাদের উপাসনালয় পাকিস্তানে ভেঙে ফেলা হচ্ছে।’
প্যাটেল বলেছেন যে পাকিস্তানকে অবিলম্বে ভারতে সীমান্ত পেরিয়ে সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ করা উচিত। সন্ত্রাসী সংগঠন বন্ধ করতে হবে। অবিলম্বে জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলে পাকিস্তানের বেআইনিভাবে দখলকৃত এলাকাগুলি খালি করে দেওয়া হোক ।।