এইদিন ওয়েবডেস্ক,ওয়াশিংটন,১৪ অক্টোবর : ফের আমেরিকায় বেইজ্জত হল পাকিস্তান । এবার অর্থমন্ত্রী ইসহাক দার ওয়াশিংটন বিমানবন্দরে নামতেই শুনতে হল ‘চোর’ ও ‘মিথ্যাবাদী’ শ্লোগান । সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় । ভিডিওতে দেখা গেছে ক্যামেরার পিছনে কিছু মানুষ পাকিস্থানের অর্থমন্ত্রীকে দেখে ‘চোর চোর’ শ্লোগান দিচ্ছে । ইসহাক দার তাদের দিকে পিছু ফিরে তাকালে বিক্ষোভকারীরা তাঁকে বলে,’তুমি একটা চোর’,তুমি একটা মিথ্যাবাদী’ । এরপর অর্থমন্ত্রীর এক সঙ্গীকে বিক্ষোভকারীদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা গেছে ।
বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বৈঠকে যোগ দিতে শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ইসহাক দার । কিন্তু ওয়াশিংটন বিমানবন্দরে নামার পর উষ্ণ অভ্যর্থনার পরিবর্তে ‘চোর’ ও ‘মিথ্যাবাদী’ শ্লোগান শুনতে হওয়ায় তাঁকে যথেষ্ট বিব্রত দেখা যায় ।
তবে এই প্রথম নয়,এর আগেও পাকিস্থানের অনেক মন্ত্রীকে বিদেশের মাটিতে অপদস্ত হতে দেখা গেছে । গত মাসে লন্ডনের একটি কফি শপে পাকিস্তানের তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেবকে ঘিরে ‘চোর-চোর’ স্লোগান দেওয়া হয়েছিল । এছাড়া সৌদি আরবের মদিনায় মসজিদে প্রবেশের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বে প্রতিনিধিদলকে ‘চোর আয়া চোর’ স্লোগানে স্বাগত জানানো হলে বিব্রতকর অবস্থায় পড়তে হয় ।।