এইদিন ওয়েবডেস্ক,কাবুল,০৩ আগস্ট : আফগান উদ্বাস্তুদের ব্যাপক ধরপাকড় শুরু করেছে পাকিস্থান । পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের এফ-১৭ এলাকায় পাকিস্তানি পুলিশ ঘরে ঘরে তল্লাশি চালাচ্ছে বলে খবর । বুধবার রাত ১২ টার দিকে পাকিস্তানি পুলিশ আফগান শরণার্থীদের বাড়িতে অভিযান চালিয়ে কয়েক ডজনকে মারধর করে এবং তাদের গ্রেফতার করে । ঘটনার একজন প্রত্যক্ষদর্শী বলেছেন,’পাকিস্তান পুলিশ আফগান উদ্বাস্তুদের অ্যাপার্টমেন্টে প্রবেশ করে এবং তাদের কাছে কোনো নথি আছে কি না তা জিজ্ঞাসা না করেই কয়েক ডজন লোককে গ্রেফতার করে সঙ্গে নিয়ে যায় ।’
তিনি আরও বলেন,’পাকিস্তানি পুলিশ লোকজনের রেফ্রিজারেটরের ভিতরেও তল্লাশি চালায় । এমনকি টাকাও চুরি করে ।’
এর আগেও আফগান উদ্বাস্তুদের সাথে পাকিস্তানে পুলিশের দুর্ব্যবহার এবং গ্রেফতারের খবর পাওয়া গেছে । কিছুদিন আগে তালিবান প্রশাসনের অধীনস্থ ইসলামাবাদে আফগান দূতাবাসের কর্মকর্তারা পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বলেছিলেন যে আফগান শরণার্থীদের এদেশে আটক করা হলে তা দুই দেশের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে ।।