এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৪ মে : ভারতের প্রবল চাপের কাছে নতি স্বীকাত করে ২২ দিন পর বিএসএফ জওয়ান পূর্ণম সাউকে ছাড়তে বাধ্য হল পাকিস্তান । আজ বুধবার সকাল ১০.৩০ মিনিটে অমৃতসরে আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে জওয়ানকে ভারতে ফিরিয়ে দেওয়া হল। এটি ভারতের আরও একটি বড় কূটনৈতিক জয় হিসাবে দেখা হচ্ছে । ওই বিএসএফ জওয়ান শারীরিকভাবে সুস্থ থাকলেও মানসিকভাবে কিছুটা বিধ্বস্ত বলে জানা গেছে ।
গত ২৩ এপ্রিল ভুলবশত কাঁটাতারের ওপারে চলে যান পাঠানকোটে ডিউটিরত বিএসএফের কনস্টেবল পূর্ণম সাউ । সীমান্তে ডিউটি করার সূর্যের তাপ থেকে বাঁচতে একটি গাছের ছায়ায় আশ্রয় নিয়েছিলেন তিনি ৷ সেই সময় পাকিস্তান রেঞ্জার্স কর্তৃক তাকে আটক করা হয় । তারপর থেকে পাকিস্তানের রেঞ্জার্সের হেফাজতে ছিলেন তিনি । চুক্তি অনুযায়ী, ২৪ ঘণ্টার মধ্যে দেশে ফেরত পাঠানোর কথা থাকলেও পাকিস্তান বিএসএফের কনস্টেবল পূর্ণম সাউকে ২৩ এপ্রিল থেকে থেকে আটকে রাখে ।
এনিয়ে দু’দেশের মধ্যে একাধিকবার ফ্ল্যাগ মিটিং হয়। কিন্তু পূর্ণমকে ছাড়া হয়নি । আজ সকালে ফের ফ্ল্যাগ মিটিং হয়। শেষে পূর্ণম সাউকে ভারতের হাতে তুলে দিতে বাধ্য হয় পাকিস্তান । এদিনের ফ্ল্যাগ মিটিংয়ে পাকিস্তানকে এটাও স্পষ্ট করে দেওয়া হয়েছে যে ভবিষ্যতে একই ঘটনার পুনরাবৃত্তি হলে আর ফ্ল্যাগ মিটিং নয়,কড়া পদক্ষেপ নেবে ভারত ।।

