এইদিন স্পোর্টস নিউজ,১৯ ফেব্রুয়ারী : দুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া পাকিস্তানের একটা ভিডিও নিয়ে বিতর্ক দেখা দেয় । করাচি স্টেডিয়ামের সেই ভিডিওতে দেখা গিয়েছিল চ্যাম্পিয়নস ট্রফির , টুর্নামেন্টের ৮ দলের মধ্যে ৭ দলের পতাকা সেখানে আছে,ভারতের পতাকা নেই। এর একটা অদ্ভুত ব্যাখ্যাও গতকাল দিয়েছে পাকিস্তান । কিন্তু আজ বুধবার টুর্নামেন্ট শুরুর আগে চিত্রটা পাল্টে গেছে। অন্য সব দলের পাশাপাশি ভারতের পতাকারও টাঙানো হয়েছে করাচি স্টেডিয়ামে । একটা আন্তর্জাতিক ইভেন্টের পাকিস্তানের এই ঘৃণ্য মানসিকতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় ওঠে । শেষ পর্যন্ত চাপে পড়ে পাকিস্তান ত্রিরঙ্গা স্টেডিয়ামে টাঙাতে বাধ্য হয়েছে বলে মনে করছেন অনেকে৷
আজ বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে, টুর্নামেন্টে অংশ নেওয়া আট দেশের প্রতিটিরই পতাকা উড়ছে করাচি স্টেডিয়ামের ছাদে। অর্থাৎ, সেখানে ভারতের পতাকাও আছে।অথচ দুদিন আগে সেখানে ভারতের পতাকা না থাকা নিয়ে বিস্তর জলঘোলাই হয় । টুর্নামেন্টের আগে আয়োজক দেশের স্টেডিয়ামে টুর্নামেন্টে অংশ নেওয়া সব দেশের পতাকাই থাকবে, এটাই রীতি। কিন্তু করাচি স্টেডিয়ামে দেখা গেল, বাকি ৭ দেশের পতাকা থাকলেও ভারতের পতাকা নেই। নেটিজেনরা মনে করেছিলেন যে, যেহেতু ভারত তাদের দল পাকিস্তানে পাঠাচ্ছে না, ভারতের কোনো ম্যাচ যেহেতু পাকিস্তানে নেই, তাই আক্রোশ বশত পাকিস্তান এই কাজ করেছে ।
কিন্তু গতকাল পিসিবির এক কর্মকর্তা ভারতের পতাকা না থাকার ব্যাখ্যা দিতে গিয়ে বললেন অদ্ভুত এক যুক্তি দেন । যেখানে আলোচনা হচ্ছিল টুর্নামেন্টের আগে কেন সব দেশের পতাকা রাখা হয়নি করাচি স্টেডিয়ামে তা নিয়ে, সেটির ব্যাখ্যায় ক্রিকেট পাকিস্তানকে ওই কর্মকর্তা বললেন, ম্যাচের দিনগুলোতে চারটি পতাকাই স্টেডিয়ামে থাকার নিয়ম – আইসিসির পতাকা, আয়োজক বোর্ড পিসিবির পতাকা আর নির্দিষ্ট ম্যাচে অংশ নেওয়া দুই দলের পতাকা। কিন্তু আজ ভারতের পতাকাও টাঙানোয় পাকিস্তানের উপর আইসিসির কোনো চাপ কাজ করছে কিনা তা স্পষ্ট নয় ।
প্রসঙ্গত, এবারের চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান, পুরো টুর্নামেন্ট পাকিস্তানেই হওয়ার কথা ছিল। কিন্তু ভারত নিরাপত্তার কারণে দল পাকিস্তানে না পাঠানোর সিদ্ধান্তে অনড় ছিল। শেষ পর্যন্ত আইসিসি বাধ্য হয় পাকিস্তানেরই আয়োজনে হওয়া ২০২৩ এশিয়া কাপের মতো এবারের টুর্নামেন্টও ‘হাইব্রিড মডেলে’ নিয়ে যেতে। এবারের টুর্নামেন্টে ভারতের সব ম্যাচ হবে দুবাইয়ে, বাকি ম্যাচগুলো পাকিস্তানে।।
Pakistan forced to hoist Indian flag in stadium