এইদিন ওয়েবডেস্ক,কান্দাহার,০৪ মে : ২৩৬ জন আফগান শরণার্থীকে তাড়িয়ে দিল পাকিস্তান । কান্দাহারের তালিবান শরণার্থী বিষয়ক বিভাগ বুধবার(০৩ মে ২০২৩) বলেছে যে তাড়িয়ে দেওয়া ওই সমস্ত শরণার্থীরা পাকিস্তানের কারাগার থেকে সম্প্রতি মুক্তি পেয়েছিল । এখনো বহু আফগানি শরণার্থী পাকিস্থানের কারাগারে বন্দি রয়েছে বলে জানিয়েছে তালিবান ।
তালিবানের শরণার্থী বিষয়ক বিভাগ বলছে,বুধবার দুপুরে ২৩৬ জন আফগানকে স্পিন বোল্ডাক হয়ে আফগানিস্তানে পাঠানো হয়েছে । তার আগে শরণার্থীদের স্পিনবোল্ডাকের আন্তর্জাতিক শরণার্থী সংস্থার (আইওএম) অফিসে তাদের পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। নির্বাসিতদের মধ্যে নারী ও শিশু আছে কি না তা এখনো জানা যায়নি । এনিয়ে তৃতীয়বারের মতো আফগান শরণার্থীদের স্পিন বোল্ডাক হয়ে পাকিস্তান সরকার আফগানিস্তানে ফেরত পাঠালো বলে জানিয়েছে তালিবান ।।