এইদিন স্পোর্টস নিউজ,২৯ সেপ্টেম্বর : পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে জয়লাভের পর, টিম ইন্ডিয়া এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি ও পাকিস্তানের মন্ত্রী মহসিন নকভির কাছ থেকে এশিয়া কাপ ট্রফি গ্রহণ করতে অস্বীকৃতি জানায় । জয়ের পর নকভি ট্রফি নিয়ে মাঠে নামেন, কিন্তু ভারতীয় দল তাদের সিদ্ধান্তে অটল থাকে এবং নকভির কাছ থেকে ট্রফি গ্রহণ করতে অস্বীকার করে ৷ নকভি প্রায় ২ ঘন্টা ধরে ভারতের জন্য অপেক্ষা করে থাকেন।ভারতীয় দল ট্রফি নিতে আসবে না জেনে, শেষ পর্যন্ত নাকভি এশিয়া কাপের ট্রফি এবং পদকগুলি তার সাথে হোটেলে নিয়ে যান।বিসিসিআই এর তীব্র বিরোধিতা করে বলেছে যে ট্রফিটি ভারতকে ফেরত দেওয়া উচিত, কারণ ভারত বিজয়ী দল এবং ট্রিফির অধিকারী ।
উল্লেখ্য, রবিবার দুবাইতে অনুষ্ঠিত ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে এশিয়া কাপ জিতেছে ভারত। ভারত নবমবারের মতো এশিয়া কাপ জিতেছে। প্রথমে ব্যাট করে পাকিস্তান ২০ ওভারে ১৪৬ রান করে, জবাবে ভারত ১৯.১ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫০ রান করে এবং এইভাবে ভারত ৫ উইকেটে ফাইনাল জিতে নেয়।কিন্তু জিতেও নিজেদের সিদ্ধান্তেই অনড় থেকে চ্যাম্পিয়নের ট্রফিই নেয়নি ভারতীয় ক্রিকেট দল। কারণ পাক বোর্ড তথা এশীয় ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নকভির (Mohsin Naqvi) এই ট্রফি দেওয়ার কথা ছিল। আর সে জন্যই ট্রফি প্রত্যাখান করেন ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। তবে ট্রফি ছাড়াই মাঠে জয় উদযাপনে মেতে উঠেছিলেন ভারতীয় ক্রিকেটার ও সাপোর্ট স্টাফেরা।
আসলে,ম্যাচ শেষের প্রায় দেড় ঘণ্টা পর শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মহসিন নকভি যেহেতু এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান, তাই নিয়ম অনুযায়ী তাঁর হাত থেকেই ট্রফি নিতে হত সূর্যকুমারদের। তাই পুরস্কার বিতরণী মঞ্চে ভারত স্পষ্ট জানিয়ে দেয়, তারা মহসিন নকভির হাত থেকে ট্রফি নেবে না। তবে নকভিও নিজের সিদ্ধান্ত থেকে সরেননি। অন্য কোনও কর্তাকে তিনি ট্রফি দেওয়ার অনুমতি দেননি। সেই কারণে ভারতীয় দলও নিজেদের দাবি থেকে সরেনি।তবে শুধুই ব্যক্তিগত পুরস্কারগুলি নিয়েছেন ভারতীয় খেলোয়াড়রা। ভারতের কুলদীপ যাদব ম্যাচের সেরা ও অভিষেক শর্মা প্রতিযোগিতার সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন। এদিকে, এশিয়া কাপে রানার আপ হওয়ায় ১ কোটি ৭০ লক্ষ টাকার চেক পেয়েছে পাকিস্তান। অধিনায়ক সলমন আলি আঘা সেই চেক ছুড়ে ফেলে দেন।।