এইদিন ওয়েবডেস্ক,আমস্টারডাম,২৩ ডিসেম্বর : বিজেপির বহিষ্কৃত মুখপাত্র নূপুর শর্মার কথিত ধর্ম অবমাননাকে কেন্দ্র করে যখন ভারত,পাকিস্থান, বাংলাদেশের মৌলবাদীরাসহ ইসলামি দেশগুলি ব্যাপক শোড়গোল ফেলে দিয়েছিল ঠিক তখনই বিজেপি নেত্রীর পাশে এসে দাঁড়িয়েছিলে নেদারল্যান্ডসের সাংসদ গির্ট ওয়াইল্ডার্স(Geert Wilders) । এজন্য তাঁকে অশ্রাব্য ভাষায় গালাগালি ও প্রাণে মারার হুমকি দিয়েছিল জিহাদিরা । আর পাকিস্তান থেকে তিনি সব থেকে বেশি হুমকি পেয়েছিলেন । এবার গির্ট ওয়াইল্ডার্সের টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড করানোর জন্য উঠেপড়ে লেগেছে পাকিস্থানের মৌলবাদী সরকার ।
টুইটারের তরফ থেকে পাঠানো একটি মেসেজের স্ক্রীন শর্ট নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন ডাচ সাংসদ । টুইটার তাঁকে সতর্ক করে জানিয়েছে,’স্বচ্ছতার স্বার্থে আমরা আপনাকে জানানোর জন্য লিখছি যে আপনার টুইটার সম্পর্কে পাকিস্তানি আইন প্রয়োগকারী সংস্থার কাছ থেকে একটি অনুরোধ পেয়েছি আমরা । তাতে দাবি করা হয়েছে যে গির্ট ওয়াল্ডার্স পিভিভি অ্যাকাউন্টের নিম্নলিখিত বিষয়বস্তুগুলি পাকিস্তানের আইন লঙ্ঘন করেছে বলে দাবি করা হয়েছে ।’
ওই মেসেজের স্কীন শর্ট শেয়ার করার পাশাপাশি গির্ট ওয়াল্ডার্স লিখেছেন,’পাকিস্তানি কর্তৃপক্ষ আবারও অভিযোগ করেছে । তারা ভারত, নুপুর শর্মা এবং হিন্দু ধর্মের প্রতি আমার সমর্থন এবং ভারত, পাকিস্তান ও বাংলাদেশে নিরীহ হিন্দুদের বিরুদ্ধে ইসলামিক হিংসা, ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে কথা বলা পছন্দ করে না। কিন্তু আমি সত্য কথা বলা বন্ধ করব না !’
উল্লেখ্য,ইসলামি কট্টরপন্থার চরম বিরোধী ডাচ সাংসদ গির্ট ওয়াল্ডার্স । ইতিপূর্বে তিনি ইসলামি জিহাদ, কুরবানি প্রথার বিরুদ্ধে সরব হয়েছেন । নূপুর শর্মার ইস্যুতে যখন ইসলামি রাষ্ট্রগুলি ভারতকে চেপে ধরেছিল,এমনকি ভারতীয় পন্য বয়কটের ডাক দিয়েছিল কাতারের মত কট্টর ইসলামি রাষ্ট্র, তখন গোটা বিশ্বের মধ্যে একমাত্র নেদারল্যান্ডসের সাংসদ গির্ট ওয়াল্ডার্স নূপুর শর্মার পাশে এসে দাঁড়িয়েছিলেন । মুসলমানদের নবির বিবাহ নিয়ে নূপুর শর্মার মন্তব্যের সমর্থনে বিভিন্ন তথ্য দিয়ে যুক্তি প্রকাশ করতে দেখা গিয়েছিল তাঁকে ।।