এইদিন ওয়েবডেস্ক,কোয়েটা,০৪ জানুয়ারী : দেশ দেউলিয়া হওয়ার মুখে । বর্তমানে দেশ জুড়ে দেখা দিয়েছে তীব্র খাদ্য সঙ্কট । এদিকে প্রায় প্রতিবছর একটি করে সন্তানের জন্ম দিয়ে যাচ্ছেন বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় বসবাসকারী সর্দার হাজি জান মোহাম্মদের (Haji Jan Mohammad) তিন স্ত্রীরা । ইংরাজি নতুন বছরে তাঁর ৬০ তম সন্তানের জন্ম হয়েছে । তবে এতেও সন্তুষ্ট নন তিনি । সন্তানের সংখ্যায় সেঞ্চুরি করার লক্ষ্যে চতুর্থ বিয়ে করার বিষয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন বছর পঞ্চাশের হাজি জান মোহাম্মদ । তিনি বলেছেন,. ‘আমার তিন স্ত্রীরও ইচ্ছা যে আরও সন্তানের জন্ম দেওয়ার জন্য আমি চতুর্থ বিয়ে করি । সেই কারনে মেয়ের সন্ধানও শুরু করে দিয়েছি ।’
হাজি জান মোহাম্মদ পেশায় চিকিৎসক । নিজের ক্লিনিক রয়েছে তাঁর । অনেক ছোটবেলায় বিয়ে করেছিলেন হাজি । প্রথম স্ত্রীর গর্ভে ২০ জন সন্তানের জন্ম হয় । পরে আরও সন্তানের লক্ষ্যে আরও দুটি বিয়ে করে ফেলেন তিনি । বাকি দুই স্ত্রী মিলে আরও ৪০ টি সন্তান উপহার দেয় তাঁকে । যদিও পরবর্তীকালে ৫ সন্তানের মৃত্যু হয় । বর্তমানে ৫৫ টি সন্তান জীবিত রয়েছে । ৬০ তম সন্তানের নাম রেখেছেন খুশিল জান । এই নামকরণের ব্যাখ্যাও দিয়েছেন তিনি । হাজি বলেন,’খুশালের জন্মের আগে তার মাকে ওমরাহ করার জন্য নিয়ে যাওয়া হয়েছিল, তাই শিশুটির নাম রাখা হয়েছে হাজী খুশাল ।’
এদিকে ডাক্তারি পেশা থেকে উপার্জনেই হাজি জান মোহাম্মদকে তিন স্ত্রী ও সন্তানদের নিয়ে মোট ৫৯ জনের সংসার চালাতে হয় । কিন্তু বর্তমানে দেশের দ্রব্যমূল্য বৃদ্ধির কারনে অতবড় সংসার চালাতে গিয়ে তাঁকে বিপাকে পড়তে হচ্ছে । একথা নিজের মুখে কবুলও করেছেন হাজি । তবে তিনি বলেন,’সংসার চালাতে চিকিৎসার পাশাপাশি বিকল্প পেশারও সন্ধান চালাচ্ছি । আল্লাহ ঠিক কিছু একটা ব্যবস্থা করে দেবেন । তবে আমি সন্তান নেওয়া বন্ধ করবো না । তা যত কষ্টই হোক আমার ।’।