এইদিন বিনোদন ডেস্ক,০৩ জুন : বলিউড গায়ক আদনান সামিকে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে পাকিস্তান । ২০২৪ সালে পাকিস্তান এই জঘন্য কাজটি করেছিল। আদনান সামি তার মায়ের শেষকৃত্যে যোগদানের জন্য ভিসা চেয়েছিলেন, কিন্তু মানবিক কারণেও পাকিস্তান তার দাবি মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছে । পাকিস্তান এমনটি করেছিল যখন আদনান তখনও পাকিস্তানের নাগরিক ছিলেন। তিনি বলেছিলেন যে ভারত তাকে ভিসার আবেদনের জন্য অনেক সাহায্য করেছিল কিন্তু পাকিস্তান ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে। তার মায়ের মৃত্যুর কথা বলার পরেও পাকিস্তান তার আবেদন গ্রহণ করেনি।
আদনান সামি জানিয়েছেন যে তাকে তখন হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে তার মায়ের শেষকৃত্য দেখতে হয়েছিল। উল্লেখ্য যে আদনান সামি ২০১৬ সালে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন।।

