এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,২০ ফেব্রুয়ারী : চুক্তি মত টাকা দিতে পারছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) । বকেয়া বহু টাকা । শেষে ক্ষুব্ধ হয়ে মরশুমের মাঝ পথেই পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ছেড়ে পালালেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার জেমস ফকনার(James Faulkner) । তিনি বোলিং অলরাউন্ডার হিসেবে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলছিলেন । শনিবার (১৯ ফেব্রুয়ারি) পাকিস্থান থেকে নিজের দেশের উদ্দেশ্যে রওনা হন ফকনার । সেই হিসেবে ‘মুলতান সুলতান’ ও ‘করাচি কিংস’-এর বিপক্ষে আসন্ন দুটি ম্যাচ খেলবেন না ৩১ বছর বয়সী এই ক্রিকেটার।
পরে তিনি একটি ট্যুইট বার্তায় ফকনার জানান,’আমি পাকিস্তান ক্রিকেট সমর্থকদের কাছে ক্ষমাপ্রার্থী । কিন্তু দুর্ভাগ্যবশত মরশুমের দুটি ম্যাচ বাকি থাকতেই আমাকে পিএসএল ছাড়তে হচ্ছে । কারন চুক্তি অনুযায়ী আমার বকেয়া টাকা মেটাচ্ছে না পিসিবি । উপরন্তু তারা আমার সঙ্গে সমানে মিথ্যাচারিতা করে যাচ্ছে ।’ সেই সঙ্গে পাকিস্তানি ভক্তরা তাঁর অবস্থা বুঝতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন ।
পিসিবির নিয়ম অনুযায়ী ফ্র্যাঞ্চাইজিগুলির কাছ থেকে অর্থ সংগ্রহের আগে পিএসএল-এ চুক্তিবদ্ধ
খেলোয়াড়দের অগ্রিম টাকা মিটিয়ে দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড । এখন মরশুমের মাঝ পথে চুক্তিবদ্ধ এক বিদেশী খেলোয়াড়ার বকেয়া টাকা না দেওয়ার অভিযোগ তুলে ফিরে যাওয়ায় মুখ পুড়েছে পাকিস্থানের । এখন ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়েছে পিসিবির কর্তারা । তাঁদের তরফ থেকে জেমস ফকনারের এই অভিযোগকে “বিভ্রান্তিকর ও দুঃখজনক” বলে দাবি করা হয়েছে ।
পাকিস্তান সুপার লিগ-২০২২ শুরু হয়েছে ২৭ জানুয়ারী থেকে । শেষ হবে চলতি বছরের ২৭ ফেব্রুয়ারী । এই মরশুমে ফকনার ৬টি ম্যাচে ৬ উইকেট নিয়েছেন এবং ৪৯ রান করেছেন । পাকিস্তান ক্রিকেট বোর্ড বকেয়া টাকা না দেওয়ায় জেমস ফকনার এতটাই ক্ষুব্ধ হয়েছেন যে,তিনি বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে পিসিবি কর্মকর্তার সাথে আলোচনার মাঝেই লবি ফ্লোর বারান্দা থেকে নিজের ব্যাট এবং হেলমেটটি ছুড়ে ফেলে দেন ।।