এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,২৩ মার্চ : পাকিস্থানের সংখ্যালঘুদের উপর অমানবিক অত্যাচারের মাঝেই দেশের অমুসলিমদের ‘রোজা’ রাখার ফতোয়া জারি করল সেদেশের এক কট্টরপন্থী মৌলবী । মুফতি তারিখ মাসুদ (Mufti Tariq Masood) নামে জিহাদি মানসিকতার ওই মৌলবীর একটি ভিডিও গত ১৭ মার্চ পাক ইউএন ফ্যানস্ (@fansofpakuntold) টুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করা হয়েছে । ওই ভিডিওতে মাসুদকে বলতে শোনা গেছে,’যদি তুমি খাইবার পাখতুনখোয়া এলাকার হিন্দু হও, তাহলে তোমার বাপকেও রোজা রাখতে হবে ।’ কারন ব্যাখ্যা করে ওই মৌলবী বলেছে,’রমজানের সময় বাইরে বেরোলে আপনি কোনও হোটেল পাবেন না, একটা চায়ের দোকানও খোলা থাকবে না,কোনো খাবারই পাবে না । তখন অমুসলিম ভাইরা মনে মনে বলবে চলো আজ রোজাই রাখি ।’ ওই মৌলবী আরও বলেছে,’আমার এক হিন্দু ভাই, সে পাখতুনখোয়ায় থাকে, তারা সবাই রোজার সময় উপবাস করে।’ তার কথায়, হিন্দু মুসলিম নির্বিশেষে সকলের উপবাস করা উচিত ।’
তার আগে একটা অদ্ভুত দাবি করে বসে মুফতি তারিখ মাসুদ । তার কথায় মুসলিম বিজ্ঞানীদের জন্যই নাকি বিশ্বের বিজ্ঞান ৫০০ বছর এগিয়ে গেছে । মহম্মদ আলমি (@AALIMRANA8) নামে এক ইউজার্স ওই মৌলবীর একটা ভিডিও গত ১৬ মার্চ টুইটারে শেয়ার করেছে । ভিডিওতে মুফতি তারিখ মাসুদকে বলতে শোনা গেছে,’দু’চার শতাব্দীর বিষয় নয়, হাজার বছর ধরে মুসলমানরা বিশ্বে শাসন করেছে । যেমন কোনো মহল্লার দাদা,যেমন প্রতিটি মহল্লায় একজন করে দাদা হয়,যদিও দাদাদিগির এখন নেই । ঠিক তেমনই বিশ্বে রাজত্ব করেছে মুসলমানরা । প্রতিটি বিষয় আমাদের কাছ থেকে নাও । প্রতিটি বিষয় আমাদের কাছে শেখো । সাদা চামড়ার মানুষ বলতে বাধ্য হয়েছে যে মুসলমান বিজ্ঞানীরা যদি না হত তাহলে আজ আমরা উন্নতির যে পর্যায়ে পৌঁছেছি সেখানে পৌঁছতে কম করে ৫০০ বছর লাগতো । ইসলাম আপনাদের ৫০০ বছর আগে নিয়ে গেছে ।’ তবে তিনি বিশেষ কোনো মুসলিম বিজ্ঞানীর নাম উল্লেখ করেনি ।
প্রসঙ্গত,হিন্দু বিদ্বেষী বলে পরিচিত মুফতি তারিখ মাসুদকে প্রায়ই হিন্দু ধর্মের নিন্দা করতে শোনা যায় । একটি ভিডিওতে হিন্দু ধর্মের অপমান করে মাসুদ বলেছিল,’একজন হিন্দু এক মুসলমানকে জিজ্ঞাসা করেছিল,আচ্ছা সব জন্তুই আল্লাহর নাম নেয়,এমন কোনো জন্তু আছে যে ভগবানের নাম নেয় ? তখন উত্তরে সেই মুসলমান বলেছিল, হ্যাঁ এমন এক জন্তু আছে যে ভগবানের নাম নেয় । যেমন গাধা । গাধা যখন ঢিঁটু ঢিঁটু করে তখন সে ভগবানেরই নাম নেয় ।’ এরপর ওই মৌলবী বলে,’গাধার উপর যখন বেশি বোঝা চাপানো হয় তখন সে বলে ভ-গ-বা-আ-আ- আ-ন এটা অন্যায় নয় কি ? এটা অন্যায় নয় কি?’ একথা বলে ওই মৌলবী হাসতে শুরু করে দেয় ।
পাকিস্তানে অমুসলিমদের উপর অত্যাচার ও অমুসলিম ধর্মকে বিদ্রুপ করা বা ধর্মস্থলে হামলার পুরনো ইতিহাস আছে । প্রায়ই মন্দির,গুরুদূয়ারা বা গির্জায় আক্রমণ করে পাকিস্থানের মুসলিম জিহাদিরা । অমুসলিম মেয়েদের অপহরণের পর জোর করে ধর্মান্তরিত করার ঘটনা প্রায় দিনই ঘটে । সম্প্রতি গুড্ডি ভিল নামে এক ২০ বছর বয়সী এক তরুণীকে জোর করে তুলে নিয়ে গিয়ে ধর্মান্তরিত করা হয়েছে । এমনকি অপহৃতা তরুনীর পরিবারের দেওয়া অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ । বিগত হোলি উৎসবের সময় পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে হিন্দু ছাত্ররা নিজেদের মধ্যে হোলি উদযাপন করার সময় মুসলিম ছাত্ররা তাদের উপর হামলা চালায় । হামলায় অন্তত ১৫ জন হিন্দু পড়ুয়া আহত হয় ।।