এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,১৬ সেপ্টেম্বর : খাইবার পাখতুনখোয়া কাউন্টার-টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি) দাবি করেছে যে তাদের বাহিনী একটি এনকাউন্টারে আইএসআইএসের খোরাসান শাখার তিন সদস্যকে হত্যা করেছে । খাইবার পাখতুনখোয়া অ্যান্টি-টেররিজম ডিপার্টমেন্টের বিবৃতি উদ্ধৃত করে খোরাসান দেইরি শুক্রবার এই খবর প্রকাশ করেছে।
এই বিভাগটি বলেছে যে আইএসআইএস সদস্যরা পেশোয়ারের ফকিরাবাদ এলাকায় পুলিশ বাহিনীর উপর গুলি করার পর পালটা গুলিতে নিহত হয়েছে।
খাইবার পাখতুনখোয়া অ্যান্টি-টেররিজম ডিপার্টমেন্টের মতে,নিহতরা পেশোয়ারের আশেপাশে টার্গেটেড কিলিংয়ে জড়িত ছিল ।পাকিস্তান তেহরিক-ই-তালেবানের পাশাপাশি, আইএসআইএসের খোরাসান শাখাকে অন্যতম গুরুতর নিরাপত্তা হুমকি হিসেবে বিবেচনা করে ইসলামাবাদ । কিছুদিন আগে,আইএসআইএস পাকিস্তানি মৌলবীদের এক সমাবেশে বিস্ফোরণের দায় স্বীকার করে। খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বাজাউরে পাকিস্তানের জমিয়ত উলামা পার্টির সমাবেশে বিস্ফোরণে ৫৪ জন নিহত এবং প্রায় ২০০ জন আহত হয়েছে ।।