এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,২৪ জুন : সীমান্তের ওপারে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসলামাবাদের কাছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের যৌথ অনুরোধকে “অন্যায্য, একতরফা এবং বিভ্রান্তিকর” বলে অভিহিত করেছে পাকিস্তানের বিদেশ মন্ত্রক । এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (২৩ জুন ২০২৩) পাকিস্তানের বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে এই অনুরোধকে ‘রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত’ বলে অভিহিত করেছে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠ সহযোগিতার কথা বিবেচনা করে এটি আশ্চর্যজনক বলে মন্তব্য করা হয়েছে । বিবৃতিতে বলা হয়েছে, ‘মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের ঘোষণা এটাই প্রমান করে যে সন্ত্রাসবাদকে পরাস্ত করার জন্য সহযোগিতার মনোভাবকে ভূ-রাজনৈতিক স্বার্থে বলি দেওয়া হয়েছে ।’
পাকিস্তানের বিদেশ মন্ত্রক ভারতকে সন্ত্রাসবাদের সমর্থনকারী একটি দেশ বলে অভিহিত করেছে । বলা হয়েছে যে ভারত তার নিজের দেশে মানবাধিকার লঙ্ঘন থেকে বিশ্বের মনোযোগ সরাতে সন্ত্রাসবাদকে অজুহাত হিসাবে ব্যবহার করছে ।এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার (২২ জুন ২০২৩) পাকিস্তানের উদ্দেশ্যে আহ্বান জানিয়েছে যে তারা যেন ভারতকে নিশানা করা লস্কর-ই-তৈয়বা এবং জইশ-ই-মোহাম্মদের মতো সন্ত্রাসবাদী সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নেয় । বিশেষ করে ২০০৮ সালে মুম্বাইয়ে ভয়ঙ্কর সন্ত্রাসী হামলায় অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য পাকিস্তানের উদ্দেশ্যে আহ্বান জানিয়েছেন নরেন্দ্র মোদী ও জো বাইডেন । আর এতেই বেজায় চটেছে সন্ত্রাসবাদের জনক পাকিস্তান ।।