এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,৩০ ডিসেম্বর : ভারতের রাফালের জবাবে চীনের তৈরি ২৫ টি J-10C যুদ্ধবিমান কিনেছে পাকিস্তান । আগামী বছর ২৩ মার্চ পাকিস্তান দিবসের অনুষ্ঠানের আগেই বিমানগুলি বায়ূসেনার হাতে চলে আসবে বলে জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ । তিনি বুধবার রাওয়ালপিন্ডিতে তাঁর নিজের বাসবভনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘পাকিস্তান ২৫ টি চীনা মাল্টিরোল J-10C ফাইটার জেটের একটি পূর্ণ স্কোয়াড্রন পেতে চলেছে । আগামী বছরের ২৩ মার্চ পাকিস্তান দিবসের অনুষ্ঠানে বিমানগুলি যোগ দেবে । ওই দিন অনুষ্ঠানে যোগ দিতে ভিআইপি অতিথিরা আসবেন । এই প্রথম পাকিস্তানে জেএস-১০-এর ফ্লাই-পাস্ট অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে ।’ রাফালের জবাবেই J-10C বিমান বলে জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী । যদিও ভুলভাবে বিমানটির নাম উচ্চারণ করেছিলেন শেখ রশিদ আহমেদ । তিনি J-10C এর পরিবর্তে বিমানটির নাম বলেন JS-10 ।
প্রসঙ্গত,গত বছর পাক-চীন যৌথ মহড়ার অংশ ছিল J-10C বিমানটি । পাকিস্তানে যৌথ মহড়াটি শুরু হয়েছিল ৭ ডিসেম্বর । চলেছিল ২০ দিন । মহড়ায় চীনের তরফ থেকে J-10C, J-11B জেট, KJ-500 প্রারম্ভিক সতর্কীকরণ বিমান এবং Y-8 ইলেকট্রনিক যুদ্ধ বিমান অংশগ্রহন করেছিল । সেখানে পাকিস্তানের তরফ থেকে F-16,JF- 17 এবং মিরাজ থ্রি ফাইটার জেট অংশ নিয়েছিল । ওই মহড়ার সময়েই পাকিস্তানের বিশেষজ্ঞরা চীনের যুদ্ধবিমানগুলি খুঁটিয়ে দেখার সুযোগ পেয়েছিলেন ।
এদিকে ভারত ফ্রান্সের কাছ থেকে রাফাল জেট কেনার চুক্তি করার পর থেকেই পাকিস্থান তার প্রতিরক্ষা শক্তি বাড়ানোর জন্য একটি নতুন মাল্টিরোল অল-ওয়েদার ফাইটার জেট খুঁজছিল । যৌথ মহড়ার সময়েই অত্যন্ত নির্ভরযোগ্য বন্ধু চীনের কাছ থেকে J-10C যুদ্ধ বিমান কেনার বিষয়ে সিদ্ধান্ত নেয় পাকিস্থান সরকার ।।