এইদিন স্পোর্টস নিউজ,২৪ জানুয়ারী : পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গত রবিবার ভারতে এসেছে ইংল্যান্ডের ক্রিকেট দল । কিন্তু তাদের ২০ বছর বয়সী স্পিনার শোয়েব বশিরকে ছাড়াই আসতে হয়েছে । কারণ পাকিস্তানি বংশোদ্ভূত বশির কে ভিসা দেয়নি নয়াদিল্লি । প্রসঙ্গত, সন্ত্রাসবাদীদের মদত দাতা পাকিস্তানের সঙ্গে বর্তমানে বাণিজ্যিক সম্পর্ক নেই ভারতের । পাকিস্তানিদের ভিসার ব্যাপারেও নয়াদিল্লি বহু কড়াকড়ি করে । ইংল্যান্ডের সারেতে জন্ম নেওয়া শোয়েব বশির কাগজে-কলমে ব্রিটিশ নাগরিক হলেও তিনি পাকিস্তানি বংশোদ্ভুত । এই কারণে জাতীয় নিরাপত্তার স্বার্থে তাকে ভিসা দেওয়ার বিষয়টি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক । শেষ পর্যন্ত দেশের নিরাপত্তার স্বার্থে শোয়েব বশিরকে ভিসা দিতে অস্বীকার করে ভারত ।
যদিও এটা প্রথম ঘটনা নয় । এর আগে অস্ট্রেলিয়ান ওপেনার পাকিস্তানি বংশোদ্ভূত উসমান খাজাকেও প্রথমদিকে ভিসা দেওয়া হয়নি । যদিও অনেক পরে তাকে ভিসা দেওয়া হয়েছিল। এই ঘটনার জন্য ওই সমস্ত পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়ারদের ভারত বিদ্বেষী এবং কট্টরপন্থী মানসিকতাকেই দায়ী বলে মনে করা হচ্ছে ।
এদিকে শোয়েব বশিরকে ভিসা দেওয়ার বিষয়ে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড মনে করেছিল, বিষয়টি সংযুক্ত আরব আমিরাতেই সমাধান হয়ে যাবে। তবে তা না হওয়ায় শেষ পর্যন্ত দেশে ফিরে যেতে হয়েছে শোয়েব বশিরকে । এনিয়ে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন ইংল্যান্ড দলের অধিনায়ক বেন স্টোকস। স্টোকস বলেছেন,’বিশেষ করে অধিনায়ক হিসেবে এই ঘটনাকে বেশ হতাশাজনক বলব। আমরা ডিসেম্বরের মাঝামাঝি সময়ে স্কোয়াড ঘোষণা করেছিলাম, আর বশির এখনও ভারতের ভিসা পায়নি। দলে প্রথম কেউ সুযোগ পেয়ে এমন অভিজ্ঞতা কাম্য নয়। তার জন্য খারাপ লাগছে ।’
স্টোকসের দাবি ভারতে আসতে ভিসা জটিলতায় পড়তে হয় অনেক খেলোয়াড়কেই। তিনি বলেছেন, ‘এমন পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়া প্রথম ক্রিকেটার সে নয়। এমন অনেকের সঙ্গে খেলেছি, যারা এই পরিস্থিতির মধ্য দিয়ে গেছে। এটা হতাশার, যে খেলোয়াড়কে আমরা দলে নিয়েছি, ভিসা সমস্যায় তাকে এখনো পাইনি। বিশেষ করে শোয়েব বশির একজন তরুণ ক্রিকেটার। এটা দুর্ভাগ্যজনক এবং হতাশার ।’
হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম বৃহস্পতিবার (২৫ জানুয়ারি ২০২৪) পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড । সকাল সাড়ে দশটা থেকে শুরু হবে এই খেলা ।।