এইদিন ওয়েবডেস্ক,নিউইয়র্ক,১৭ জানুয়ারী : পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই- তৈয়বার ডেপুটি চিফ আব্দুল রেহমান মাক্কিকে সোমবার কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ (UNSC) । চীন গত বছর লস্কর-ই-তৈয়বার (এলইটি) এই নেতাকে বৈশ্বিক সন্ত্রাসবাদী তালিকাভুক্ত করার ভারতের প্রস্তাবের বিরোধিতা করেছিল । এখন মাক্কিকে বৈশ্বিক সন্ত্রাসবাদী হিসাবে তালিকাভুক্ত করায় তার সম্পদ বাজেয়াপ্ত করা হবে এবং বিদেশ ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারি হবে ।
আব্দুল রেহমান মক্কি লস্কর-ই-তৈয়বা (LeT) প্রধান এবং ২৬/১১-এর মাস্টারমাইন্ড হাফিজ সইদের শ্যালক । সে ভারতে, বিশেষ করে জম্মু ও কাশ্মীরে, সন্ত্রাসবাদী কার্যকালাপের জন্য তহবিল সংগ্রহ, যুবকদের সন্ত্রাসবাদে উৎসাহিত করা এবং উগ্রপন্থী কার্যকালাপে যুবকদের নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত ছিল । মাক্কির নেতৃত্বে ভারতে একাধিক নাশকতা চালিয়েছে এলটিই । তার মধ্যে লাল কেল্লায় হামলা, রামপুর হামলা,২০০৮ সালের নভেম্বরে ২৬/১১ মুম্বাই হামলা (26-28 নভেম্বর 2008) ), ২০১৮ সালের ফেব্রুয়ারিতে করণ নগর, শ্রীনগর হামলা, ২০১৮ সালের ৩০ মে খানপোরা, বারামুল্লায় সন্ত্রাসবাদী হামলা, ২০১৮ সালের ২৪ জুন শ্রীনগরে সন্ত্রাসবাদী হামলা এবং ২০১৮ সালের ৭ আগস্ট গুরেজ/বান্দিপোরা হামলা অন্যতম । পাকিস্তানের সন্ত্রাসবিরোধী আদালত ২০২০ সালে মাক্কিকে সন্ত্রাসবাদে অর্থায়নের একটি অভিযোগে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডাদেশ দিয়েছিল । শেষ পর্যন্ত এহেন কুখ্যাত সন্ত্রাসবাদীকে জাতিসংঘ কালো তালিকাভুক্ত করায় নরেন্দ্র মোদী সরকারের একটি বড় কুটনৈতিক জয় বলে মনে করা হচ্ছে ।।