এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,১৫ জুলাই : তেহরিক-ই-তালিবান পাকিস্তানের(টিটিপি) বিগত কয়েকটি হামলায় অন্তত ১২ জন পাকিস্তানি সেনার মৃত্যু হয়েছে । সন্ত্রাসবাদের মদতদাতা পাকিস্তান এখন টিটিপিকে নিয়ে মহা ফাঁপড়ে পড়ে গেছে । এবার পাকিস্তানের সেনাবাহিনী পালটা হুঁশিয়ারি দিয়ে বলেছে যে এবার তারাও আফগানিস্তানের সীমান্ত অতিক্রম করে হামলা চালাবে । শুক্রবার এক বিবৃতিতে পাকিস্তানি সেনাবাহিনী টিটিপির হামলাকে ‘অসহনীয়’ বলে অভিহিত করেছে । টিটিপি যোদ্ধারা বেলুচিস্তানে পাকিস্তানের একটি সেনা ঘাঁটিতে হামলা এবং প্রদেশের অন্যান্য অংশে নিরাপত্তা বাহিনীকে অতর্কিত হামলা চালানোর তিন দিন পর পাকিস্তানি সেনাবাহিনী এই হুঁশিয়ারি দেয় ।
বিবৃতিতে বলা হয়েছে,’এই ধরনের হামলা অসহনীয় এবং এর ফলে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর কার্যকর প্রতিক্রিয়া দিতে বাধ্য হবে ।’ পাকিস্তান আফগান তালিবানকে এসব হামলা বন্ধ করতে অনুরোধ জানিয়ে বলেছে,’আফগানিস্তানে তেহরিক-ই-তালিবান পাকিস্তানের নিরাপদ আশ্রয়ের কারনে পাকিস্তানের সশস্ত্র বাহিনী গুরুতর উদ্বেগের মধ্যে রয়েছে ।’ পাকিস্তানি কর্মকর্তাদের মতে, আফগান তালিবান যোদ্ধারা তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে (টিটিপি) হামলা চালাতে সহযোগিতা করছে বলে প্রমাণ রয়েছে । যদিও পাকিস্তান সেনাবাহিনীর এই হুঁশিয়ারি সম্পর্কে তালিবান কর্মকর্তারা কিছু বলেননি, তবে তারা এর আগে পাকিস্তানি তালিবান যোদ্ধাদের সঙ্গে কোনো হস্তক্ষেপ ও সহযোগিতার কথা অস্বীকার করেছে ।
উল্লেখ্য, আফগানিস্তানে তালিবান শাসন পুনঃপ্রতিষ্ঠার পর পাকিস্তানি সেনাদের উপর প্রাণঘাতী হামলার ঘটনাও বেড়েছে।পাকিস্তান সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এ দেশে টিটিপি যোদ্ধাদের আত্মঘাতী হামলা ও অতর্কিত হামলায় ১২০ জন অফিসার ও সৈন্যসহ অন্তত ৪০০ জন নিহত হয়েছে ।।