এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,২৭ নভেম্বর : স্বাধীনতার দাবিতে আন্দোলনকারী সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মির (বিএলএ) ৯ জন যোদ্ধাকে গুলি করে খুন করলো পাকিস্থান সেনা । শনিবার পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমের প্রদেশ বেলুচিস্তানের কোহলু জেলায় বিএলএর একটি গোপন ঠিকানা ঘিরে ধরে এলোপাথাড়ি গোলাগুলি চালাতে শুরু করে পাক বাহিনী ৷ যার ফলে ওই ৯ বিএলএ যোদ্ধার মৃত্যু হয় । এক সামরিক বিবৃতিতে বলা হয়েছে,ঘণ্টাব্যাপী গোলাগুলির পর নয়জন সশস্ত্র বিদ্রোহী নিহত এবং তিনজন আহত হয়েছে । কয়েকজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে ।
প্রসঙ্গত,দীর্ঘদিন ধরে স্বাধীনতার দাবিতে আন্দোলন করছে বেলুচিস্তানের মানুষ । বেলুচিস্তান লিবারেশন আর্মি মূলত ১৯৭৩ থেকে ১৯৭৭ সালের স্বাধীন বেলুচিস্তান আন্দোলনের সামরিক শাখা হিসেবে পরিচিত । ২০০৪ সাল থেকে সংগঠনটি স্বাধীনতার দাবিতে পাকিস্তানের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম শুরু করতে বাধ্য হয়েছে । তাদের সাথে কিছু ছোট ছোট গোষ্ঠীও যুক্ত হয়েছে । কিন্তু স্বাধীনতা তো দূরের কথা,বেলুচ সম্প্রদায়ের উপর নির্মম অত্যাচার চালিয়ে যাচ্ছে পাকিস্থানের বাহিনী । তবুও তাদের স্বাধীনতার আন্দোলনকে দমানো যায়নি ।পাকিস্তানের এই অমানবিক অত্যাচারের প্রতিক্রিয়া হিসাবে প্রায়শই চোরাগোপ্তা হামলা চালিয়ে আসছে বিএলএ । ২০২০ সাল থেকে তারা পাকিস্তান সরকার সমর্থিত প্রশাসনের বিরুদ্ধে ধারাবাহিকভাবে বোমা হামলা করে আসছে। তবে বিএলএ প্রধানত পাকিস্তান সশস্ত্র বাহিনীর উপর হামলা চালায় । পাকিস্তান বিএলএকে একটি সন্ত্রাসবাদী সংগঠন বলে মনে করে । পাকিস্থানের নিরাপত্তা বাহিনীর দাবি, বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর ওপর সাম্প্রতিক হামলা এবং তার আগে সেপ্টেম্বরে কোহলু বাজারে বোমা হামলায় জড়িত ছিল বিএলএ । তারা আরও হামলার পরিকল্পনা করছে । সরকারি বাহিনীর ক্ষতি করতে পারে বলেও দাবি পাক বাহিনীর ।।