এইদিন ওয়েবডেস্ক,জম্মু-কাশ্মীর,২২ এপ্রিল : মুসলিম না হওয়ার অপরাধে হিন্দু পর্যটককে খুন । ইসলামি সন্ত্রাসবাদীদের গুলিতে আহত আরও ১২ জন পর্যটক । আজ মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগামে এই সন্ত্রাসী হামলা হয় । কর্মকর্তারা জানিয়েছেন হামলাটি বাইসারানে হয়েছিল । তারা বলেছেন,এটি একটি তৃণভূমি এলাকা যেখানে কেবল পায়ে হেঁটে অথবা ঘোড়ায় চড়ে যাওয়া যায় এবং আজ সকালে একদল পর্যটক এলাকা পরিদর্শনে গিয়েছিলেন । জানা গেছে,ইসলামপন্থী সন্ত্রাসীরা পর্যটকদের জামা খুলে ফেলে এবং ধর্ম নিশ্চিত করার জন্য পরিচয়পত্র পরীক্ষা করে।একজন হিন্দু পর্যটককে কেবল মুসলিম না হওয়ার কারণে মাথায় গুলি চালিয়ে খুন করা হয় । বাকি পর্যটকদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায় ।
ফোনে সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন এক ভুক্তভোগী মহিলা জানিয়েছেন, অজ্ঞাত বন্দুকধারীরা খুব কাছ থেকে পর্যটকদের উপর গুলি চালায়। এর ফলে বেশ কয়েকজন আহত হয়েছেন। জঙ্গিদের ছোড়া গুলি আমার স্বামীর মাথায় লেগেছে এবং আরও সাতজন আহত হয়েছে ।’ যদিও মহিলার পরিচয় শনাক্ত করা হয়নি, তিনি আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য সাহায্যের জন্য আবেদন করেছেন।
আহতদের সরিয়ে নিতে কর্তৃপক্ষ একটি হেলিকপ্টার ব্যবহার করেছে। কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় লোকজন তাদের ঘোড়ায় চড়ে কিছু আহতকে তৃণভূমি থেকে নামিয়ে এনেছিল । পহেলগাম হাসপাতালের একজন চিকিৎসক জানিয়েছেন যে ১২ জন আহত পর্যটককে সেখানে ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থা স্থিতিশীল। একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, গুলির শব্দ শোনার পর নিরাপত্তা বাহিনী পর্যটন শহর পহেলগামের বৈসারান তৃণভূমিতে ছুটে যায় ।।
https://twitter.com/eOrganiser/status/1914643960213000310?t=9sHhlNnQw0nqSfyGMCTN_A&s=19

