এইদিন বিনোদন ডেস্ক,১৩ ফেব্রুয়ারী : হালাক্কি সম্প্রদায়ের জনপ্রিয় লোকসঙ্গীত গায়িকা পদ্মশ্রী পুরষ্কারপ্রাপ্ত সুক্রি বোম্মা গৌড়া (৮৮) মারা গেছেন । তিনি কর্ণাটকের আঙ্কোলা তালুকের বাদগেরির বাসিন্দা । আজ বৃহস্পতিবার ভোরে নিজ বাড়িতে মারা গেছেন এই প্রবীণা গায়িকা । মদ্যপানের বিরুদ্ধে তার লড়াই আজও সাধারণ মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে ।
দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন সুক্রি বোম্মা গৌড়া । কয়েকদিন আগে থেকে শ্বাসকষ্টজনিত সমস্যার জন্য তিনি উদুপিতে চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু আজ ভোর ৪টায় অঙ্কোলার বাদিগেরিতে তাঁর বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সুক্রি বোম্মা গৌড়া দুই নাতি-নাতনি এবং এক পুত্রবধূ রেখে গেছেন।
উত্তর কন্নড় জেলার আঙ্কোলার হালাক্কি ভোক্কালিগা সম্প্রদায়ের অন্তর্গত সুক্রি বোম্মা গৌড়া একজন সুপরিচিত লোকগায়িকা ছিলেন। প্রায় ৫,০০০ হালাক্কি গান গেয়েছিলেন তিনি । লোকশিল্পে অবদান এবং ঐতিহ্যবাহী উপজাতীয় সঙ্গীত সংরক্ষণে তাঁর কাজের জন্য তিনি অনেক পুরষ্কার জিতেছেন। লোক ও সমাজসেবার ক্ষেত্রে সুক্রি বোম্মা গৌড়ার অবদানের স্বীকৃতিস্বরূপ, ভারত সরকার তাকে ১৯৯৯ সালে জনপদশ্রী পুরস্কার, ২০০৬ সালে নাদোজা পুরস্কার এবং ২০১৭ সালে পদ্মশ্রী দিয়ে সম্মানিত করে। সুক্রি বোম্মা গৌড়া দেশ ও রাজ্য থেকে অনেক মর্যাদাপূর্ণ পুরষ্কারে ভূষিত হয়েছেন, যার মধ্যে কর্ণাটক রাজ্যোৎসব পুরষ্কারও রয়েছে।।