এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২৬ জানুয়ারী : রবিবার কেন্দ্রীয় সরকার সারা দেশ থেকে ১৩১ জন কৃতিত্বপূর্ণ ব্যক্তিকে পদ্ম পুরষ্কারের জন্য নির্বাচন করেছে । তালিকায় পাঁচজন পদ্মবিভূষণ, ১৩ জন পদ্মভূষণ এবং ১১৩ জন পদ্মশ্রী পুরষ্কারপ্রাপ্ত রয়েছেন। শিল্প, জনকল্যাণ, চিকিৎসা, সাহিত্য ও শিক্ষা, ক্রীড়া, বিজ্ঞান ও প্রকৌশল, সমাজসেবা, ব্যবসা ও শিল্প সহ বিভিন্ন ক্ষেত্রে তাদের ব্যতিক্রমী সেবার স্বীকৃতিস্বরূপ এই পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। এই বছরের পুরস্কারপ্রাপ্তদের তালিকায় ১৯ জন মহিলা, ৬ জন বিদেশী, এনআরআই, পিআইও, ওসিআই বিভাগ থেকে এবং ১৬ জন মরণোত্তর পুরস্কার পেয়েছেন।
দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মবিভূষণের জন্য মনোনীতদের মধ্যে রয়েছেন প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র সিং দেওল (মরণোত্তর), কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভি এস অচ্যুতানন্দন (মরণোত্তর), ধ্রুপদী বেহালাবাদক এন রাজম, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি কে.টি. থমাস এবং প্রখ্যাত লেখক পি নারায়ণন। এই পুরস্কার ব্যতিক্রমী এবং বিশিষ্ট সেবার স্বীকৃতিস্বরূপ।ক্রীড়াক্ষেত্রে, ক্রিকেটার রোহিত শর্মা, হরমনপ্রীত কৌর এবং সাবিতা পুনিয়াকে পদ্মশ্রী প্রদানের ঘোষণা করা হয়েছে।
এবারে পশ্চিমবঙ্গ থেকে ১১ জন কৃতি ব্যক্তিকে পদ্ম পুরস্কারে ভূষিত করা হয়েছে। তারা হলে : সরোজ মণ্ডল (মেডিসিন),গম্ভীর সিং ইয়োনজোন (সাহিত্য ও শিক্ষা),হরিমাধব মুখোপাধ্যায় (মরণোত্তর,শিল্পকলা), তৃপ্তি মুখোপাধ্যায় (শিল্পকলা),কুমার বসু (শিল্পকলা),মহেন্দ্রনাথ রায় (সাহিত্য ও শিক্ষা),প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (শিল্পকলা),রবিলাল টুডু (সাহিত্য ও শিক্ষা),অশোককুমার হালদার (সাহিত্য ও শিক্ষা), তরুণ ভট্টাচার্য (শিল্পকলা) এবং জ্যোতিষ দেবনাথ (শিল্পকলা) । রাষ্ট্রপতি ২০২৬ সালের মার্চ বা এপ্রিল মাসে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরষ্কারগুলি প্রদান করবেন।।

