প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৬ নভেম্বর : নিম্নচাপের জেরে হওয়া বৃষ্টিতে জমির পাকা ধান নষ্ট হয়ে যাওয়ার কারণে হতাশায় বিষ খেয়ে আত্মঘাতী হলেন এক প্রৌঢ় ভাগ চাষি। মৃতর নাম পুষ্কর মজুমদার (৫২ ) । তাঁর বাড়ি পূর্ব বর্ধমানের কালনার বড়দাড়িয়া টোন এলাকায় ।সোমবার বেলায় জমির অবস্থা দেখে আসার পর তিনি মনমরা হয়ে পড়েন । ওই দিন রাতেই তিনি বাড়িতে কীটনাশক খেয়ে নেন । পরিবার সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্ব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন । মঙ্গলবার কালনা মহকুমা হাসপাতাল পুলিশ মর্গে মৃত চাষির দেহের ময়না তদন্ত হয়। কালনা থানার পুলিশ চাষির মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে ।
মৃতের ছেলে সোমনাথ মজুমদার জানিয়েছেন
,তাঁর বাবা এবছর বেশ কয়েক বিঘা জমি ভাগে নিয়ে ধান চাষ করেছিলেন। পাকা ধান গাছ কেটে জমিতে ফেলে রাখা ছিল । কিন্তু নিম্নচাপের জেরে বিগত তিন দিন ধরে চলা বৃষ্টিতে সেই কাটা ধান জমিতে জল জমে যায়। সোমবার বেলায় জমির ওইরকম অবস্থা দেখে তাঁর বাবা পুষ্কর মজুমদার মানসিক ভাবে ভেঙে পড়েন ।
সোমনাথ বলেন, ‘চাষের জন্য তাঁর বাবা মহাজনের কাছ থেকে বেশ কিছু টাকা ঋণ করেছিলেন । পাশাপাশি ব্যাংক থেকেও ঋণ নিয়েছিলেন ।এছাড়াও গত বছর আলুর দাম ভালো না পাওয়ায় বেশ কিছু টাকা ঋণ হয়েই ছিল ।’ এই সবের কারণে মানসিক চাপ ও হতাশার মধ্যে পড়ে গিয়ে পুষ্করবাবু এমন চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেন বলে তাঁর ছেলে সোমনাথ দাবী করেছেন । মৃতর ভাই রাজু মজুমদারও একই কথা শুনিয়েছেন ।।