এইদিন ওয়েবডেস্ক,নয়া দিল্লি,৩০ মার্চ : বিধানসভায় ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবি প্রসঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বেশ কিছু বিতর্কিত মন্তব্য করেছিলেন । তিনি ছবিটির কাহিনীকে কার্যত ‘মিথ্যা’ বলে দাবি করেন । বিজেপি শাসিত কেন্দ্র সরকারের বিরুদ্ধে ‘বিবেক অগ্নিহোত্রীর হয়ে পোস্টার লাগানোর কাজ করছে’ বলে কটাক্ষ করে ছবির বিনোদন করে ছাড় দিতে অস্বীকার করেন । সেই সঙ্গে ছবিটি ইউটিউবে পোস্ট করারও পরামর্শ দিয়েছিলেন কেজরিওয়াল ৷ আর তাঁর এই সমস্ত বিতর্কিত মন্তব্যের কারনে ব্যপক ক্ষোভের সৃষ্টি হয়েছে বিভিন্ন মহলে । কেজরিওয়ালের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় তোপ দাগেন অভিনেতা অনুপম খের ও পরিচালক বিবেক অগ্নিহোত্রী ।
বুধবার কেজরিওয়ালের বাসভবন ঘেরাও অভিযানের ডাক দিয়েছিল বিজেপির যুব মোর্চা । বিজেপি সাংসদ তেজস্বী সূর্যর নেতৃত্বে এদিন সকাল সাড়ে ১১ টার দিকে একটি মিছিল বের হয় । দিল্লির আইপি কলেজের সামনে থেকে শুরু হয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে পৌঁছায় মিছিলটি । কেজরিওয়ালের বাসভবনের সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মী ও সমর্থকরা । পুলিশ মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ব্যারিকেড করে রাখে । কিমতু দুপুর দেড়টার দিকে বিজেপি কর্মীরা সেই ব্যারিকেড ভেঙে মুখ্যমন্ত্রীর বাসভবনের মূল ফটকের সামনে পৌঁছায় । গেরুয়া রং নিক্ষেপ করে । সেই সময় মুখ্যমন্ত্রীর বাড়ির সামনের সিসি ক্যামেরাও ভেঙে যায় । পুলিশ ক্ষিপ্ত বিজেপি কর্মীদের মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে থেকে সরিয়ে দেয় । শেষে বাসভবনের সামনে সড়ক পথের উপর বসে পড়ে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি কর্মীরা । ঘটনাকে কেন্দ্র করে ব্যপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ।
অন্যদিকে ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিটির বিনোদন কর ছাড় দিয়েছে পুদুচেরি সরকার । কয়েকদিন আগে প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখেছিলেন পুদুচেরির রাজ্যপাল তামিলিসাই সৌন্দরাজন, মুখ্যমন্ত্রী রাঙ্গাসামি, মন্ত্রী, আইনসভার সদস্য এবং সরকারি কর্মকর্তারা । পুথুভাই রাজ্যের বিজেপি নেতা সামিনাথন, স্পিকার সেলভাম, স্বরাষ্ট্রমন্ত্রী নমাসিভাম এবং বিজেপি বিধায়করা গত ২১ মার্চ
বিধানসভায় মুখ্যমন্ত্রী রঙ্গাসামির সাথে দেখা করেন এবং ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির বিনোদন কর ছাড়ের জন্য আবেদন করেন । মুখ্যমন্ত্রী রাঙ্গাসামি তাঁদের এই অনুরোধটি গ্রহণ করেন এবং ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিটিকে বিনোদন কর ছাড় দেওয়ার জন্য বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দেন । পরে রাজ্যপালের অনুমোদন ক্রমে ছবিটির বিনোদন কর ছাড় কার্যকর করা হয় ।।