এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৮ আগস্ট : সোমবার রাজ্যসভা থেকে বিদায় নিলেন বিদায়ী উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার স্পিকার এম ভেঙ্কাইয়া নাইডু । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গেসহ সকল সাংসদরা এদিন বিদায়ী ভাষণ দেন । তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ও’ব্রায়েন বক্তৃতা দেওয়ার সময় আবেগপ্রবণ হয়ে কেঁদে ফেলেন ভেঙ্কাইয়া নাইডু ।
ঠিক কি বলেছিলেন ডেরেক ও’ব্রায়েন যার জেরে চোখের জল আটকাতে পারেননি ভেঙ্কাইয়া নাইডু ? আসলে ভেঙ্কাইয়ার শৈশব জীবনের এক করুন গল্প শোনান ডেরেক । তিনি বলেন,’গ্রামে একটি পরিবার ছিল, যাদের ৮ টি গরু ছিল। একদিন এর মধ্যে একটি গরু হঠাৎ পরিবারের এক মহিলার পেটে তার শিং দিয়ে আক্রমণ করে । মহিলার কোলে ছিল এক বছরের এক শিশু । মহিলাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তিনি মারা যান । আর সেই শিশুটির নাম ভেঙ্কাইয়া নাইডু ।’ শৈশবে ঘটে যাওয়া মায়ের মর্মান্তিক পরিনতির কথা শুনে চোখের জল আটকে রাখতে পারেননি ভেঙ্কাইয়া । চেয়ারে বসে মাথা হেঁট করে চোখের জল মুছতে দেখা যায় তাঁকে ।
এদিন বক্তব্য দেওয়ার সময় ভেঙ্কাইয়া নাইডুর ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । তিনি বলেন, ‘একজন সাধারণ ছাত্র থেকে দলের শীর্ষ পদে উঠে এসেছেন আপনি । দক্ষিণ থেকে রাজনীতিতে আপনার কর্মজীবন শুরু করেন । তখন লোকে বলত আপনি যে মতাদর্শে যোগ দিয়েছেন, তা অদূর ভবিষ্যতে দক্ষিণে ভালো হবে না । আপনি ছাত্রবস্থা থেকে আপনার কর্মজীবন শুরু করেছিলেন এবং দলের শীর্ষে উঠেছিলেন । এটা কর্তব্য এবং কর্মের প্রতি আপনার অটল নিষ্ঠার প্রতীক।’ পার্লামেন্টের কার্যক্রম চলাকালীন প্রতিটি ভারতীয় ভাষাকে বিশেষ গুরুত্ব দেওয়া,সংসদে ১৭৭টি বিল পাশ ও বিতর্কের আয়োজনের পাশাপাশি ভেঙ্কাইয়া নাইডুর কার্যকালে সংসদ সদস্যদের উপস্থিতি বৃদ্ধি নিয়ে তাঁর প্রশংসা করেন প্রধানমন্ত্রী ।।