এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১০ জুন : ওবিসি শংসাপত্র (OBC) নিয়ে আজ মঙ্গলবার রাজ্য বিধানসভার বাদল অধিবেশনে বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । কিন্তু তার বক্তব্য শেষ হতেই স্পিকার বিমান ব্যানার্জি অধিবেশন মুলতুবি ঘোষণা করে দেন । বিরোধীদের বলার সুযোগ না দেওয়ায় বিধানসভায় বিজেপির পরিষদীয় দল তুমুল বিক্ষোভ দেখায় । বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বলেছেন,’১৮০ টা ওবিসি করেছে ৷ তার মধ্যে ১১৯ টা মুসলমান । এই সরকার মুসলমানের সরকার, মুসলিম লীগের সরকার ।’ তার অভিযোগ,’মুখ্যমন্ত্রী হাইকোর্টকে মিথ্যা বলেছেন, এই মামলা মুলতবি আছে মুলতুবি আছে আদালতে । সুপ্রিম কোর্টে ১৫ ই জুলাই ডেট আছে । মিথ্যা স্টেটমেন্টের উপরে আমরা একটা কিছু বললে বলে বিচারাধীন(সাবজুডিস) ।’
এদিন মুখ্যমন্ত্রীর বক্তব্য শেষ হওয়ার পরই শুভেন্দু উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলতে থাকেন, ‘মুখ্যমন্ত্রী ভুল তথ্য দিয়েছেন, আমি কিছু বলতে চাই।’ কিন্তু অভিযোগ স্পিকার বিমান ব্যানার্জি তাঁকে সেই অনুমতি না দিয়েই প্রথমার্ধের অধিবেশন শেষ করে দেন। মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর বিরোধী দলনেতাকে বলার সুযোগ দেওয়া উচিত ছিল এই দাবি তুলে প্রতিবাদে সরব হয় বিজেপি। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কক্ষত্যাগ করলেন বিজেপি বিধায়করা। প্রথমে বিধানসভার ভেতরে বিক্ষোভ দেখান তাঁরা। এরপরই বিধানসভার বাইরে এসেও বিক্ষোভ দেখান শুভেন্দু সহ বিজেপি বিধায়করা। বিরোধী দলনেতা বলেন,’চাকরি চোর মমতা, বালিচোর মমতা,গরু চোর মমতা, হিন্দু ওসিসিদের অধিকার চুরি করা মমতা বক্তব্য রেখেছে আর স্পিকার কয়েক সেকেন্ডের মধ্যে অধিবেশন মুলতুবি করে পালিয়েছে । আমরা ছাড়বো না ।’
প্রসঙ্গত,আজ বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, ‘ওবিসি শংসাপত্র নিয়ে কোনও ধর্মের কোনও সম্পর্ক নেই। আর্থিক অনগ্রসরতার ভিত্তিতে সমীক্ষা হয়েছে। বর্তমানে আমাদের রাজ্যে ১৪০টি ক্যাটাগরি রয়েছে। যার মধ্যে ওবিসি-এ বিভাগে ৪৯টি এবং ওবিসি-বি বিভাগে ৯১টি শ্রেণি রয়েছে। আরও ৫০টি ক্যাটাগরি অন্তর্ভুক্ত হবে। সেজন্য সমীক্ষা চালানো হচ্ছে।’ সুপ্রিম কোর্টের দেওয়া সময়সীমার মধ্যেই কাজ শেষ করা হবে বলেও জানান তিনি। এই দাবি মানতে নারাজ বিজেপি। বিজেপির অভিযোগ আদালতে ভুল তথ্য দিচ্ছেন মমতা ব্যানার্জি ও তার সরকার ৷ ফলে রাজ্যের শাসকদলের রাজনীতির কারণে প্রকৃত ওবিসি সম্প্রদায়ভুক্তেরা বঞ্চিত হচ্ছেন । শুভেন্দু অধিকারী বলেছেন,’আইনি লড়াই হবে । হিন্দু ওবিসির অস্তিত্ব রক্ষার লড়াই রাস্তাটাও হবে ।’।