সঞ্জয় মণ্ডল,ভাতার(পূর্ব বর্ধমান),২৩ এপ্রিল : আজ মঙ্গলবার থেকে পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজারের কলপুকুর পাড়ে ৪ দিন ব্যাপি অখণ্ড হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে । অনুষ্ঠানটি শ্রীকৃষ্ণ চৈতন্য হরিনাম সম্প্রদায় ও রাধা গোবিন্দ সেবা সমিতির যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে বলে জানা গেছে । ওই ৪ দিন ধরে পূণ্যার্থীদের জন্য মহাপ্রসাদের আয়োজন করা করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা ।
বিগত কয়েক বছর ধরে চৈত্রের পূর্ণিমা তিথিতে চার দিনের অখন্ড হরিনাম সংকীর্তনের আয়োজন করা হচ্ছে ভাতার বাজারের কলপুকুর পাড়ে রাধাগোবিন্দ মন্দিরে । এবারে ৯ ই বৈশাখ থেকে ১২ ই বৈশাখ পর্যন্ত এই অনুষ্ঠান চলবে । অনুষ্ঠানের প্রথম দিন দেব বিগ্রহের সাথে সমগ্র ভাতার বাজার পরিক্রমার পর ও অধিবাস করা হয়।পরের দিন থেকে চলে অক্ষণ্ড হরিনাম সংকীর্তন । ১০ ই বৈশাখ এবং ১১ ই বৈশাখ মহা প্রসাদের আয়োজন করা হয়েছে এবং প্রতিদিন গড়ে প্রায় ৬,০০০ ভক্তের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে বলে জানানো হয়েছে । ভাতার বাজার ছাড়াও আশপাশ থেকে অসংখ্য ভক্ত আসেন প্রসাদ গ্রহণের জন্য ।
উদ্যোক্তরা জানিয়েছেন, এই চারদিন ধরে আয়োজন করা হয়েছে হোমযজ্ঞের পাশাপাশি কীর্তন, কবিগান সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের । আগামী ১১ ই বৈশাখ সন্ধে ৭ টায় কীর্তন পরিবেশন করবেন স্বনামধন্য শিল্পি মাধবী বৈরাগ্য । ১২ ই বৈশাখ বিকাল ৫ টায় কবিগান পরিবেশন করবেন অশোক মণ্ডল ও দীনবন্ধু সিং।সমগ্র অনুষ্ঠানের খরচ খরচা ভক্তদের দানের অর্থে সম্পন্ন হয় ।।