এইদিন ওয়েবডেস্ক,আসানসোল,২৪ আগস্ট : গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন খারিজ করে দিল আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে । চারদিনের সিবিআই হেফাজত শেষে বুধবার অনুব্রতকে আদালতে তোলা হয়েছিল । অনুব্রত মণ্ডলের আইনজীবী তাঁর মক্কেলের শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আবেদন জানান । এদিকে সিবিআইয়ের আইনজীবী অনুব্রতর জামিনের আবেদনের বিরোধিতা করেন । শেষ পর্যন্ত জামিনের আবেদন খারিজ করে দিয়ে অনুব্রতকে ১৪ দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক । আগামী ৭ সেপ্টেম্বর ফের তাঁকে আদালতে তোলা হবে । ততদিন তাঁকে থাকতে হবে আসানসোল জেলে ।
বুধবার সাতসকালে নিজাম প্যালেস থেকে অনুব্রতকে নিয়ে আসানসোলের উদ্দেশ্য রওনা দিয়েছিল সিবিআই । কিন্তু পূর্ব বর্ধমানের শক্তিগড় পৌঁছাতেই কনভয় আচমকা দাঁড়িয়ে পড়ে । গাড়ি থেকে অনুব্রতকে ধরে নামানো হয় । এরপর সিবিআই কর্তাদের হাত ধরেই তিনি ঢুকে পড়েন একটি ল্যাঙচার দোকানে । তবে রক্ত শর্করার কারনে তাঁর ল্যাঙচা খাওয়া হয়নি । তিনি লুচি,শব্জি আর লিকার চা খেয়েছিলেন বলে জানিয়েছেন দোকানদার । খাওয়া দাওয়া মিটতেও প্রায় আধ ঘন্টা খানেক পর অনুব্রত মণ্ডলকে নিয়ে আসানসোলের উদ্দেশ্যে রওনা হয় সিবিআই ।।