এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৮ জানুয়ারী : আজ বুধবার রাজ্যের বহু চর্চিত স্থান হুগলি জেলার সিঙ্গুরে সভা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । তার আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটা অডিও ক্লিপ শেয়ার করে তোলপাড় ফেলে দিয়েছেন । জনৈক মহিলার এক মিনিট ৫১ সেকেন্ডের ওই অডিও ক্লিপে মুখ্যমন্ত্রীর সভায় যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । নির্দেশ দেওয়া হয়েছে যে স্বনির্ভর গোষ্ঠীর বিএলটি বা ব্যাঙ্ক লিঙ্কেজ টিমের প্রধানদের মুখ্যমন্ত্রীর সভায় অন্তত ২-৩ জন করে মহিলাকে সঙ্গে নিয়ে যেতে হবে । যদিও ওই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি এইদিন । তবে মমতা ব্যানার্জিকে কঠাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেছেন,’বুজরুকি ভাষণ শোনার জন্যে স্বতস্ফূর্ত শ্রোতার বড় অভাব পড়েছে’ ।
শুভেন্দুর শেয়ার করা অডিওতে মহিলাকে বলতে শোনা যাচ্ছে,’সকল বিএলটিদের গুড মর্নিং । বলছি, একটা সরকারি প্রোগ্রাম আছে বিডিও সাহেবের অর্ডার । তো, প্রত্যেকটা বিএলটিকে আমাদের দিক দিয়ে বলছি, আগামী বুধবার সিঙ্গুরে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন একটা সরকারি প্রোগ্রামে । বিডিও সাহেব ডেকে মিটিং করেছেন এবং আমাদেরকে বলেছেন যে এস এল জি গ্রুপের মেয়েদের যেতে হবে । ঠিক আছে ? তাই আমি প্রত্যেকটা বিএলটি-কে বলব কোনও অজুহাত না দেখিয়ে এবং বিএলটি-কে প্রত্যেকটা দল থেকে তোমাদের দল থেকে অন্তত দু’তিনজন করে নিয়ে জয়রামপুরে চলে আসবে সাড়ে নটার মধ্যে । ঠিক আছে ?’
আরও বলা হয়েছে,’প্রত্যেকটা বিএলটি-কেই বলছি যেতে হবে । আর যে বিএলটি যাবেনা, মানে এখানে তো যাওয়ার কোন প্রশ্নই ওঠে না। তারপরেও যে বিএলটি যাবে না বলবে সেই বিএলটির নাম এবং ফোন নাম্বার আমি কিন্তু বিডিও সাহেবের কাছে দিয়ে আসবো লিখিত করে । ঠিক আছে ? আগামী দিনে কোনো ট্রেনিং কেন দেয়নি দিদি, আমাদের কেন এইরকম কাজকর্ম কেন হয়নি দিদি,তার কৈফিয়ৎ বিডিও সাহেবের কাছ থেকে নিয়ে নেবে । ঠিক আছে ? তাই প্রত্যেকটা বিএলটি-কে বলব,আমি চাইছি, আমার এখানে ২৬ জন বিএলটি আছো, এই ২৬ টা দল থেকে দুজন করে অথবা তিনজন করে অবশ্যই নিয়ে আসবে । আর সেই বিএলটিকেও যেতে হবে । ঠিক আছে ?’
প্রতিক্রিয়ায় শুভেন্দু অধিকারী লিখেছেন,’ফরমান জারি হয়েছে, মাননীয়ার সভাস্থল ভরানোর দ্বায়িত্ব স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিতে হবে !!! মানুষ আর স্বেচ্ছায় আসছেন না, মুখ্যমন্ত্রীর সভায় উপস্থিত হয়ে ওনার বুজরুকি ভাষণ শোনার জন্যে স্বতস্ফূর্ত শ্রোতার বড় অভাব পড়েছে। তাই স্বনির্ভর গোষ্ঠীর মাতৃশক্তির ওপর কড়া নির্দেশ, অর্ডার মেনে সভায় হাজিরা দিতে হবে, নয়তো কি কি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে হবে সেই তালিকা দীর্ঘ…।’।

