এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,১৯ ডিসেম্বর : শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের নতুন ছবি ‘পাঠান’-এর একটি গান সম্প্রতি রিলিজ হয়েছে । ‘বেশরম রঙ’ নামে ওই গানে দীপিকাকে গেরুয়া রঙের বিকিনি পরা অবস্থায় দেখা গেছে । আর তা নিয়ে তীব্র প্রতিবাদ জানাচ্ছে হিন্দু সম্প্রদায়ের মানুষ । ক্ষিপ্ত মানুষ ছবিটি বয়কটের জন্য ‘হ্যাশট্যাগ বয়কট পাঠান’ ট্রেন্ড চালাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় । এই পরিস্থিতিতে রবিবার অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের নামের অ্যাকাউন্ট থেকে টুইট করা হয়েছে, ‘যত জোর ‘পাঠান’-এর ক্ষতি করার জন্য লাগাচ্ছেন ততটা জোর চীনের বিরুদ্ধে লাগান ।’ এই টুইটের পরেই বিতর্কের সৃষ্টি হয়েছে । যদিও ওই অ্যাকাউন্টটি পরে সাসপেন্ড করে দেওয়া হয় ।
নীতিশ কুমার চৌধুরী নামে এই ব্যবহারকারী ওই টুইটের উত্তরে লিখেছেন,’হে নির্লজ্জ নারী, নগ্ন নারী, তুমি এই টুইট করতেও লজ্জা পাও না ? জলে ডুবে মরো নির্লজ্জ নারী । এই রকম পোশাক পরতে কি লজ্জা লাগে না তোমার ?’
ন্যাশানালিস্ট-১ লিখেছেন,’মেয়ে ও জামাইকে এত নির্লজ্জভাবে প্রায় নগ্ন অবস্থায় সর্বত্র দেখতে পেলে তার বাবার মনের অবস্থা কি হবে ভাবুন? ডি কোম্পানী এমন লোকদের নির্লজ্জতার সীমারেখায় নিয়ে আসে যে এই নির্লজ্জ লোকেরা প্রকাশ্যেও শিল্পের নামে নগ্ন হতে দ্বিধা করে না। আপনি কি জামাকাপড় পরেছেন ?’
রাষ্ট্রবাদী বলে এক ইউজার্স লিখেছেন,’একজন হিন্দু বিবাহিত নারীর ফিল্মে নগ্নতা পরিবেশন করা নির্লজ্জতার চরম সীমা, এই নগ্নতা তরুণ প্রজন্মের ওপর কী প্রভাব ফেলবে, তরুণ প্রজন্মকে বাঁচানো খুবই জরুরি । আপনি জেএনইউতে ‘ভারত তেরে টুকড়ে হঙ্গে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ’-কে সমর্থন করতে গিয়েছিলেন । আপনার আচরণ দেশ বিরোধী ।’নমীচাঁদ জাট লিখেছেন,’ঠিক কথা, পাঠান ছবি বর্জন করে কী হবে? যদি বয়কট করতে চান তবে বলিউড নামক পুরো নোংরামিকে বর্জন করুন, যেটি দেশ ও দেশের যুব সমাজকে শুধু নোংরা চিন্তা, নোংরা অপকর্ম ও নগ্নতা দেখিয়েছে ।’।