এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১১ মে : গত ৭ মে অপারেশন সিন্দুরের সময় ইউসুফ আজহার, আব্দুল মালিক রউফ এবং মুদাসির আহমেদের মতো মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীসহ ১০০ জনেরও বেশি সন্ত্রাসীকে নির্মূল করা হয়েছে,আজ রবিবার ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে।
মিলিটারি অপারেশনস-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই এক সংবাদ সম্মেলনে বলেন,সতর্কতার সাথে আলোচনার পর নয় সন্ত্রাসীকে নিশানা করা হয়েছিল এবং নিখুঁত অস্ত্র ব্যবহার করে তাদের আঘাত করা হয়েছিল । তিনি বলেন, ৭ থেকে ১০ মে পর্যন্ত দুই পক্ষের মধ্যে সামরিক অভিযানে পাকিস্তান সেনাবাহিনী ৩৫ থেকে ৪০ জন সেনা সদস্যকে হারিয়েছে বলে জানা গেছে।।
Operation Sindoor: Over 100 terrorists and 45 Pakistani soldiers killed in May 7 attack, including most wanted terrorists: DGMO

