এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৭ মে : কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিশোধ নিতে, ভারতীয় সেনাবাহিনী মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানে সন্ত্রাসী সংগঠনের ৯টি শিবিরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।রাতভর এই অভিযানের নেতৃত্বে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং । সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা রাত ধরে ভারতীয় সেনাবাহিনীর ‘অপারেশন সিঁদুর’ অভিযান পর্যবেক্ষণ করেছেন।
প্রধানমন্ত্রী মোদী এই হামলার প্রতিটি মুহুর্তের তথ্য পেয়েছেন। প্রতিরক্ষা বাহিনীর প্রধান, বরিষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল প্রধানমন্ত্রীকে সব সময় অবহিত রেখেছেন। বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী এবং সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের সঙ্গে মঙ্গলবার রাত থেকে শুরু হয়ে বুধবার সকাল পর্যন্ত যোগাযোগ হয়েছে।
ভয়াবহ পহেলগাম গণহত্যার প্রতিশোধ হিসেবে, ভারতীয় সশস্ত্র বাহিনী বুধবার ভোরে পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরে নয়টি সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যার মধ্যে জৈশ-ই-মোহাম্মদ সন্ত্রাসী সংগঠনের শক্ত ঘাঁটি বাহাওয়ালপুরও রয়েছে।।