এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১৫ মে : ‘অপারেশন সিঁদুর’ নিয়ে কেন্দ্র সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করায় সাংসদ শশী থারুরের তীব্র সমালোচনা করল কংগ্রেস । বুধবার কংগ্রেস একটি বিবৃতি দিয়ে জানিয়েছে,’ভারত-পাকিস্তান সংঘর্ষের বিষয়ে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপের প্রকাশ্য প্রশংসায় কংগ্রেস নেতারা ক্ষুব্ধ। কংগ্রেস একটি গণতান্ত্রিক দল যেখানে নেতারা স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করেন, কিন্তু ভারত-পাকিস্তান সংঘাত নিয়ে বারবার বিবৃতি দিয়ে শশী থারুর ‘লক্ষ্মণ রেখা’ অতিক্রম করেছেন ।’
প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, কংগ্রেসের সাধারণ সম্পাদক কে.সি. ভেনুগোপাল, জয়রাম রমেশ, প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা এবং শচীন পাইলট সহ বর্ষীয়ান নেতাদের বৈঠকের পরে থারুর সম্পর্কে এই বিবৃতি দিয়েছে কংগ্রেস ।দলীয় সূত্র জানিয়েছে, ‘আমরা একটি গণতান্ত্রিক দল এবং মানুষ তাদের মতামত প্রকাশ করেই চলেছে, কিন্তু এবার থারুর লক্ষণ রেখা অতিক্রম করেছেন ।’
কারও নাম উল্লেখ না করেই সূত্র জানিয়েছে যে, দলীয় নেতৃত্ব বৈঠকে একটি “স্পষ্ট বার্তা” পাঠিয়েছেন, বলেছেন যে এটি ব্যক্তিগত মতামত প্রকাশের সময় নয়, বরং দলের অবস্থান আরও স্পষ্ট করার সময়, কংগ্রেস হাইকমান্ড নেতারা জানিয়েছেন। থারুরের বক্তব্য দলের অবস্থানের বিরুদ্ধে কিনা জানতে চাইলে রমেশ এক সাংবাদিক সম্মেলনে বলেন, ‘এটা তার মতামত। থারুর যখন কথা বলেন, তখন তা দলের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করে না।’।

