এই সময়টা সবাই বসন্তের জন্য অপেক্ষা করে !
গাছেরা উদাস হয়ে তাকিয়ে থাকে আকাশের দিকে
থমথমে বাতাসে উৎসবের গন্ধ পেতে মুখিয়ে থাকে ওরা।
আমার একদম ভালো লাগেনা
এ ভাবে কেউ কারো জন্য বোসে থাকুক তা আমার একেবারেই পছন্দ নয়।
শহরের রাস্তা থেকে গ্ৰাম পর্যন্ত ..
গঙ্গার ঘাট
শিমুল পলাশের গাছ
আর সদ্য ধানকাটা শুকনো মাঠের ক্ষেত্র
সবাই কেমন তাকিয়ে থাকে আকাশের দিকে!
এই সময়টা ওদের খুব উদাস মনে হয়
মনে হয় কত কালের বিরহ ব্যথায় বিবর্ণ হয়ে আছে।
আমার ভীষণ মন কেমন করে এই সময়টা!
কিছু ভালো লাগেনা
মনে হয় সব নষ্ট করে দেই !
দূর করে দেই সবাইকে
মুছে দেই এই চিরকালের অপেক্ষা।
আমার শুধু পাখি হতে ইচ্ছে করে
যখন যাকে চাইবো তার শহরে বা কোনো নির্জন গ্ৰামে বাসা বেঁধে থাকবো।
তারপর আবার অন্য কোথাও কোনো দেশ বা কোনো পাহাড়
যেখানে নির্দিষ্ট কোনো মানুষের প্রেমে কেউ অপেক্ষা করবে না!
আলাদা করে কখনও কেউ শীত বসন্ত কোনো ঋতুকেই ছুঁতে চাইবে না,
উওর থেকে দক্ষিণ সব আমার ডানায়!
এবেলা বৃষ্টি ওবেলায় প্রখর রোদ
যে গাছ কথা বলবেনা সেখানে থাকবো না বেশিক্ষণ
তার উপর অভিমান করবোনা
আমার কান্না একদম ভালো লাগেনা।
আমি পাখি হতে চাই ওদের অনেক সুবিধা
আমার অপেক্ষা ভালো লাগেনা
এভাবে কেউ কারো জন্য বসে থাকুক তা আমার একেবারেই পছন্দ নয়।।