• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

একটি মাত্র শ্রেণীকক্ষ, শিক্ষক মাত্র একজন, এমন আজব স্কুলের অষ্টম শ্রেণীর পড়ুয়া মাত্র ২ জন

Eidin by Eidin
September 30, 2023
in জেলার খবর, রাজ্যের খবর
একটি মাত্র শ্রেণীকক্ষ, শিক্ষক মাত্র একজন, এমন আজব স্কুলের অষ্টম শ্রেণীর পড়ুয়া মাত্র ২ জন
6
SHARES
81
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,৩০ সেপ্টেম্বর : একটি মাত্র শ্রেণীকক্ষ,শিক্ষকও মাত্র একজন।শুধু পড়ুয়া এক পাল।এই ভাবেই বছরের পর বছর ধরে চলছে পূর্ব বর্ধমানের মাধবপুর জুনিয়র হাই স্কুল।এ নিয়ে এলাকার বাসিন্দাদের হতাশার অন্ত নেই। তবে ’শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে জেরবার অবস্থার মধ্যে স্কুলটা এখনও যে চলছে সেটাই বড়কথা’ বলে তারা মনে করছেন।তাই স্কুলটির এমন দুর্দশা সত্ত্বেও কারুর কোন উচ্চবাচ্য নেই।তবে শিক্ষার্থীদের স্বার্থে স্কুলটিতে স্থায়ী শিক্ষক নিয়োগ ও পরিকাঠামোর উন্নয়নে প্রশাসন ও শিক্ষা দফতরের দ্রুত হুুঁশ ফিরুক,এমনটাই চাইছেন এলাকার শিক্ষানুরাগী মানুষজন।
মাধবপুর গ্রামটি পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের জাড়গ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত ।এই এলাকার অধিকাংশ মানুষই কৃষিজীবী। আর্থিক ভাবেও তারা দুর্বল।পূর্বে মাধবপুর গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় থাকলেও ছিলনা কোন হাই স্কুল বা জুনিয়র হাই। লেখাপড়া শেখার জন্য এলাকার ছেলে মেয়েদের হয় ৬ কিলোমিটার দূরে চকদিঘী, নয়তো ৩-৪ কিলোমিটার দূরে হুগলীর দশঘরা হাই স্কুলে যেত হত।আর এই দূরত্বের কারণেই প্রথমিকের গণ্ডি পেরুনোর পর মাধবপুর, চকগোপাল, শ্রীকৃষ্ণপুর, মণিরামবাটি প্রভৃতি গ্রামের দরিদ্র পরিবারের ছেলে মেয়েরা স্কুল বিমুখ হয়ে পড়ছিল।বিষয়টি এলাকার মানুষজনকে গভীর ভাবে ভাবিয়ে তোলে। পরবর্তীতে শিক্ষার স্বার্থে মাধবপুরে একটি হাই স্কুল তৈরির দাবি ক্রমশ জোরালো হয়।শেষমেশ ২০১৭ সালে মাধবপুর প্রাথমিক স্কুলের গা ঘেঁষেই ’মাধবপুর জুনিয়র হাই স্কুল’ প্রতিষ্ঠা পায়।


এদিকে স্কুল প্রতিষ্ঠা পেলেও সেটিকে আদৌ শিক্ষা সহায়ক স্কুল বলা যায় কিনা তা নিয়ে প্রথম থেকেই প্রশ্ন উঠতে শুরু করে।এর কারণটাও যথেষ্ট চমকে দেওয়ারই মতন।মাধবপুর জুনিয়র হাই স্কুলে গিয়ো
দেখাযায়,“১৬ ফুট বাই ২৫ ফুট অর্থাৎ ৪০০ স্কয়ার ফুটের একটি মাত্র শ্রেণীকক্ষ নিয়ে চলছে মাধবপুর জুনিয়র হাই স্কুল। টিচার্স রুম ,মিডডে মিলের জন্য বরাদ্দ খাদ্যসামগ্রী রাখার ঘর, মিডডে মিল রান্নার ঘর ,কিছুই স্কুলটিতে নেই ।প্রাথমিক স্কুল কর্তৃপক্ষ বিদ্যুৎ সংযোগ দিয়েছে বলে জুনিয়র হাই স্কুলে আলো জ্বলে,পাখা ঘোরে।স্কুলে স্থায়ী শিক্ষকও একজনও নেই।
চমকের এখানেই শেষ নয়! মাধবপুর জুনিয়র হাই স্কুলে ক্লাস প্রতি পড়ুয়ার সংখ্যাও চমকে দেওয়ার মতন।এই স্কুলে পঞ্চম শ্রেণীতে পড়ুয়া ১১ জন,ষষ্ঠ শ্রেণীতে ৬ জন, সপ্তম শ্রেণীতে ৭ জন আর অষ্টম শ্রেণীতে মাত্র ২ জন পড়ুয়া রয়েছে।তাঁদের মধ্যে কয়েকজনকে স্কুলের নাম জিজ্ঞাসা করতেই বোঝা গেল এই স্কুলে পড়ে পড়ুয়ারা কেমন শিক্ষা লাভ করছে! স্কুলের নাম বলতে গিয়েও ওই পড়ুয়ারা
ঢোঁকের পর ঢোঁক গিলে চলে।তবে শিক্ষা দানের প্রচেষ্টায় কার্পণ্য রাখেন নি একমাত্র অতিথি শিক্ষক। তিনি স্কুলের ২৬ জন পড়ুয়াকে একটি মাত্র শ্রেণীকক্ষে গাদাগাদি করে বসিয়েই নিত্যদিন পাঠ দান চালিয়ে যাচ্ছেন।
কঠিন দুরাবস্থার মধ্যেই যে মাধবপুর জুনিয়র হাই স্কুলটি চলছে তা কার্যত স্বীকার করে নিয়েছেন অতিথি শিক্ষক তপন কুমার নন্দী।তিনি বলেন,
’আমার স্কুলে মূলত আর্থিক ভাবে পিছিয়ে থাকা সংখ্যালঘু এবং তপশীলি জাতি ও উপজাতি পরিবারের ছেলে মেয়েরাই পড়ে।স্কুলের বড় সমস্যা শ্রেণীকক্ষ ও শিক্ষকের ঘাটতি’।তপন বাবুর কথা অনুযায়ী,২০১৭ সালে স্কুলটি প্রতিষ্ঠা পাওয়ার পর দু’জন অতিথি শিক্ষক নিয়ে স্কুলটি চালু হয়। তারপর ২০১৮ সালে এই স্কুলের জন্য দু’জন স্থায়ী শিক্ষক এবং একজন করণিক স্যাংশন হয়। কিন্তু তাদের কাউকেই এখনও পর্যন্ত পাওয়া যায় নি। তারমধ্যে দুই অতিথি শিক্ষকও অবসর নিয়ে ফেলেন। এই অবস্থায় অতিথি শিক্ষক হিসাবে ২০২২ সালে তাঁকে নিয়োগ করা হয়।সেই বছরের এপ্রিল মাস থেকে ১২ কিলোমিটার পথ পেরিয়ে হুগলী জেলার গোপিনগর থেকে এসে তিনি একা মাধবপুর জুনিয়র হাই স্কুলের দায়িত্ব সামলাচ্ছেন।স্কূলের অফিসিয়াল কাজকর্মও তাঁকেই সামলাতে হয় । সেটা করতে গিয়ে পাঠদানেও ব্যাঘাত ঘটে বলে তপন বাবু জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার এক বাসিন্দা বলেন,পরিকাঠামো গত ঘাটতি এবং স্থায়ী শিক্ষক নিয়োগ না হওয়ায় এলাকার অনেক অভিভাবকই মনক্ষুন্ন। তাই অভিভাবকদের অনেকেই তাদের বাড়ির ছেলে মেয়েদের মাধবপুর জুনিয়র হাই স্কুলে ভর্তি করার ব্যপারে আগ্রহ দেখাচ্ছেন না।এসবের জন্য এই স্কুল প্রতিষ্ঠার উদ্দেশ্যটাই বিফলে যেতে বসেছে ।
ব্লকের স্কুল পরিদর্শক (এস আই) অনিন্দিতা সাহা কে মাধবপুর জুনিয়র হাইস্কুলে পরিকাঠামো গত ঘাটতির বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন,
“টাইম টু টাইম সব রিপোর্ট উর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানো আছে। কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সেই বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের তরফে এখনও কিছু জানানো হয় নি। আর স্যাংশন হয়ে যাবার পর থেকে পাঁচ বছর পেরিয়ে যাবার পরেও দু’জন স্থায়ী শিক্ষক ও একজন করণিক না মেলা প্রসঙ্গে
স্কুল পরিদর্শকের সাফ জবাব,ভবিষ্যতে শিক্ষক নিয়োগ হলে তবেই এর সমাধান সম্ভব। তবে জামালপুরের বিধায়ক অলক মাঝি বলেন, ’স্কুলটির বিষয়ে আমি জেনেছি। স্কুলটির সর্বাঙ্গীণ উন্নতির ব্যাপারে আমি প্রচেষ্টা শুরু করেছি ।’।

Previous Post

দু’মাস আগে তিন কোটির বেশী টাকা খরচ করে অজয়ের ভাঙন রোধের কাজ হলেও ফের শুরু ভাঙন, ক্ষোভে ফুঁষছে আউশগ্রাম

Next Post

গুজরাটে ফের হিন্দুদের শোভাযাত্রায় পাথর ছুড়ে দাঙ্গা লাগানোর চেষ্টা

Next Post
গুজরাটে ফের হিন্দুদের শোভাযাত্রায় পাথর ছুড়ে দাঙ্গা লাগানোর চেষ্টা

গুজরাটে ফের হিন্দুদের শোভাযাত্রায় পাথর ছুড়ে দাঙ্গা লাগানোর চেষ্টা

No Result
View All Result

Recent Posts

  • মাসতুতো ভাইকে বিয়ে করেছিলেন বাংলাদেশি অভিনেত্রী পরীমণি ; সব সময় “প্রেম ফিল করা” এই সুন্দরী এক ডজন বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেছেন  
  • যে ব্যক্তিত্ব উচ্চপদে বসেও কট্টরপন্থী মানসিকতা ত্যাগ করতে পারেননি ; জানুন কে তিনি 
  • অনুশীলন ম্যাচে হঠাৎ মেজাজ হারিয়ে মুশির খানের দিকে ব্যাট নিয়ে তেড়ে গেলেন পৃথ্বী শ, তুমুল হট্টগোল মাঠে 
  • “রামায়ণের” লক্ষ্মণ সুনীল লাহিড়ীর পুত্রবধূ হয়েছেন টিভি অভিনেত্রী সারা খান ; সোশ্যাল মিডিয়ার পোস্টে বললেন : “কুবুল হ্যায় থেকে সাত ফেরে” 
  • শ্রী সিদ্ধলক্ষ্মী স্তোত্রম্
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.