এইদিন ওয়েবডেস্ক,মালদা,০৬ জানুয়ারী : ক্রিকেট খেলা নিয়ে বিবাদের জেরে মালদা জেলার কালিয়াচকে তৃণমূল সমর্থকে গুলিতে গুরুতর আহত হল এক তৃণমূল সমর্থক । আহতের নাম জামালউদ্দিন শেখ । বাঁচাতে গিয়ে আহত হয়েছে তার সামিম শেখ ও ভাইপো সাদ্দাম শেখ । আহত তিনজনেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন । এই ঘটনায় অভিযুক্ত বাবর আলি ও তার ছেলে হেদায়েত পলাতক । পুলিশ তাদের খুঁজছে।
স্থানীয় সূত্রে জানা গেছে,কয়েকদিন আগে কালিয়াচ থানার কাশেমনগর এবং পার্শ্ববর্তী নয়াগ্রামের কিশোরদের মধ্যে বন্ধুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচ হয় । খেলা চলাকালীন কোন কারনে দুই দলের মধ্যে ঝামেলা বাধে । তিন চার দিন আগে কাশেমনগরের দুই কিশোর নয়াগ্রামে এসে গুলি করা এবং বোম মারার হুমকি দেয় বলে অভিযোগ । নয়াগ্রামের লোকজন তাদের আটকে রাখে । পরে তাদের বাবা মাকে ডেকে পাঠানো হয় এবং মীমাংসা করে তাদের ছেড়ে দেওয়া হয় ।
জানা যায়,গুলিবিদ্ধ জামালউদ্দিন শেখ জল বিক্রির ব্যবসা করেন । আজ মঙ্গলবার সকালে বাবর আলির ছেলে হেদায়েত জল কেনার নাম করে তাদের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে জামালউদ্দিনকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ । একটা গুলির তার পিঠে এসে লাগে । খবর পেয়ে সামিম শেখ ও সাদ্দাম শেখ ঘটনাস্থলে ছুটে যায় । তখন তাদের বন্দুকের বাঁট দিয়ে ব্যাপক মারধর করে বলে অভিযোগ । পরে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় । আক্রান্ত জামালউদ্দিন শেখ ও হামলাকারী বাবর আল উভয় পরিবারই তৃণমূলের সমর্থক বলে জানা গেছে ।
এদিকে খবর পেয়ে কাশিমনগরে যান জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি। তিনি আক্রান্তদের পরিবারের সাথে কথা বলেন । পরে তিনি সাংবাদিকদের বলেন,’কালিয়াচকে কাশিমনগরে একটা ঘটনা ঘটেছে । ঠিক কি কারনে এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা গেছে । আমরা দুই অভিযুক্তের নাম জানতে পেরেছি । তারা পলাতক । তাদের বর্তমান অবস্থান চিহ্নিত করা হয়েছে । তল্লাশি অভিযান চলছে ।’ অন্যদিকে জেলা তৃণমূলের মুখপাত্র আশিষ কুন্ডু জানিয়েছেন,কালিয়াচকের শুট আউট কান্ড রাজনৈতিক কারণে ঘটেনি। নিছকই গ্রাম্য বিবাদের জেরে ঘটেছে। এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই ।।

