প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৮ ডিসেম্বর : লরি ও ট্র্যাক্টরের সংঘর্ষে মৃত্যু হল ট্র্যাক্টরে সওয়ার থাকা এক ব্যক্তির । জখম হয়েছেন ট্র্যাক্টরের আরও এক আরোহী। মঙ্গলবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের রায়না থানায় বাঁকুড়া মোড় সংলগ্ন মুড়োকাটা এলাকায় বর্ধমান আরামবাগ আরামবাগ রোডে। পুলিশ জানিয়েছে , মৃত ব্যক্তির নাম শেখ নিজামউদ্দিন (৩৩)।তাঁর বাড়ি খণ্ডঘোষের দইচাঁদা গ্রামে । জখম ব্যক্তির নাম বাপন মোল্লা ।তাঁরও বাড়ি দইচাঁদা গ্রামে। মৃত ব্যক্তির দেহ উদ্ধারের পাশাপাশি পুলিশ জখম ব্যক্তিকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় । দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়ি আটক করে পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,পাথর বোঝাই লরিটি বর্ধমান- আরামবাগ রোড ধরে বর্ধমানের দিকে যাচ্ছিল । ট্র্যাক্টরটি বাঁকুড়া মোড়ের দিকথেকে এসে বর্ধমান আরামবাগ রোড ধরে যাচ্ছিল বাঁশ আনতে । প্রত্যক্ষদর্শী আসাদুল মণ্ডল জানিয়েছেন,ট্র্যাক্টর চালক যখন ট্র্যাক্টর চালিয়ে নিয়ে যাচ্ছিল তখন তাঁর পাশের আসনে বসেছিল শেখ নিজামউদ্দিন ও বাপন মোল্লা।বাঁকুড়া মোড় সংলগ্ন মুড়োকাটা এলাকায় পাথর বোঝাই লরির সঙ্গে ট্র্যাক্টরটির সংঘর্ষ হলে ট্র্যাক্টরে সওয়ার থাকা নিজামউদ্দিন ও বাপন মারাত্মক জখম হয়। নিজামউদ্দিন ঘটনাস্থলেই মারা যায় । খবর পেয়ে পুলিশ এসে জখম বাপনকে উদ্ধার হাসপাতালে পাঠায় । নিজামুদ্দিনের এমন মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছেন তাঁর পরিবার পরিজন।।