প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০১ জুন : ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল ’মাতৃযানের’ এক আরোহীর।গুরুতর জখম হয়েছেন মাতৃযানে থাকা প্রশুতি এবং তাঁর স্বামী ও বাবা মা। মৃতার নাম হীরা বাগদী বাগদি (৪৫) । তাঁর বাড়ি পূর্ব বর্ধমানের গলসি থানার ইটারু গ্রামে। মঙ্গলবার সকাল প্রায় ১০ টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে গলসির কুলগড়িয়ায় । দুর্ঘটনার পরেই স্থানীয় মানুষজন উদ্ধার কাজে হাত লাগায়।পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে জখমদের সবাইকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় । কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তার তদন্ত পুলিশ শুরু করেছে। আটক করা হয়েছে ’মাতৃযান’ গড়িটি ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে ,এদিন বেলায় ’মাতৃযান ’গাড়িটি আদ্রাহাটী ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে উদ্দেশ্যে যাচ্ছিল । গাড়িতে সওয়ায় ছিলেন এক প্রশুতি এবং তাঁর স্বামী ,বাবা, মা ও শাশুড়ি।পথে কুলগড়িয়ার কাছে ২ নম্বর জাতীয় সড়কে ’মাতৃযানের’ চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অন্য একটি গাড়িতে ধাক্কা মারে।এই দুর্ঘটনায় ‘মাতৃযানের’ একাংশ দুমরে মুচরে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় ’মাতৃযানে’ থাকা প্রসুতির শ্বাশুড়ি হীরা বাগদী।গুরুতর জখম হন প্রশুতি সহ অন্য আরোহীরা । জাতীয় সড়কে ’মাতৃযান’ গাড়ি এইভাবে দুর্ঘটনার কবলে পড়ায় স্তম্ভিত গলসির মানুষজন । পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের প্রাথমিক অনুমান চলমান অবস্থায় ‘মাতৃযানের ’চালক ঘুমিয়ে পড়াতেই এই দুর্ঘটনা ঘটেছে ।।