প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০৯ জুন : বর্ধমানের পালিতপুরে স্পঞ্জ আয়রন কারখানার ব্লাস্ট ফার্নেসের ভয়াবহ বিস্ফোরণে ১ জনের মৃত্যুর পাশাপাশি ১১ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের প্রথমে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাদের অন্য একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পূর্ব বর্ধমানের পালিতপুর দেওয়ানদিঘিতে বেশ কয়েকটি স্পঞ্জ আয়রণ ও লোহার রড তৈরির কারখানা রয়েছে । এই কারখানাগুলির একাংশে কোনো সুরক্ষা ও পরিবেশ বিধি মেনে চলা হয় না বলে অভিযোগ রয়েছে। সোমবার বিকেলে এনএন ইস্পাত নামে একটি কারাখানার ব্রয়লারে সশব্দে বিস্ফোরণ ঘটে । কারখানার সিকিউরিটি ম্যানেজার অনুপ দত্ত জানান, হঠাৎই ব্রয়লারে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় চালা ভেঙে একজন চালক দুর্ঘটনাস্থলেই মারা যান । বাকি আহত ১১ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।কারখানার শ্রমিক পরমবীর যাদব বলেন,’এই শ্রমিকদের অনেকেই ভিনরাজ্যের।’ কীভাবে এই বিস্ফোরণ ঘটল তা বুঝে উঠতে পারেননি তারা। এই দুর্ঘটনা বিষয়ে পূর্ব বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি জানান, একটি স্পঞ্জ কারখানায় দুর্ঘটনা ঘটেছে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে।।

