এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৮ ডিসেম্বর : রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম একটি অনুষ্ঠানে মন্তব্য করেন যে ‘একদিন আসবে যখন পশ্চিমবঙ্গের অর্ধেক মানুষ উর্দুভাষী হবে’ । ফিরহাদ হাকিমের ওই মন্তব্যের একটি ভিডিও ক্লিপিং নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার । ভিডিওতে ফিরহাদ হাকিমকে বলতে শোনা গেছে, ‘ইনশাল্লাতালা,বাংলায় এমন একদিন আসবে যখন অর্ধেক জনসংখ্যা উর্দু বলবে ।’ তার এই মন্তব্যের অনুষ্ঠান হলে উপস্থিত মানুষ করতালি দিয়ে মন্ত্রীর বক্তব্যে উচ্ছ্বাস করে । যদিও ভিডিওটি কবে এবং কোথায় রেকর্ড করা হয়েছিল তা স্পষ্ট নয় ।
এদিকে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের এই মন্তব্যের পর তার মানসিকতা এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার । তিনি লিখেছেন, ‘সময়ের সাথে-সাথে তৃণমূল নেতাদের প্রকৃত চেহারা এবং প্রকৃত অভিসন্ধি প্রকাশ পাচ্ছে… কলকাতার মেয়র তথা তৃণমূলের মন্ত্রী জনাব ফিরহাদ হাকিম মহাশয়ের ইচ্ছে, যাতে নিকট ভবিষ্যতে বাংলার অর্ধেক মানুষ উর্দু-ভাষী হন… কালীঘাটের ব্যানার্জি পরিবারের এই বিষয়ে কি বক্তব্য, পশ্চিমবঙ্গের একজন বাংলা-ভাষী বাসিন্দা হিসাবে আমার সেটা জানার ইচ্ছা রইলো…।’।