এইদিন ওয়েবডেস্ক,মালদা,২১ অক্টোবর : প্রায় ৮ লক্ষ টাকার জাল নোটসহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে মালদা জেলার বৈষ্ণবনগর পুলিশ৷ পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মাঞ্জারুল ইসলাম(১৯) । সে বৈষ্ণবনগর থানার সুকপাড়া গ্রামের বাসিন্দা আসরাফুল হকের ছেলে । ধৃতের কাছ থেকে ৭,৮৫,০০০ টাকার জাল নোট উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ ।
পুলিশ জানিয়েছে,গত ১৭ অক্টোবর রাতে বৈষ্ণবনগর থানায় গোপন সূত্রে খবর আসে যে এক যুবক জাল নোট পাচারের চেষ্টা করছে৷ খবর পেয়ে পুলিশের একটি দল বৈষ্ণবনগরের পিটিএস মোড়ের কাছে হানা দিলে ব্যাগ হাতে মাঞ্জারুল ইসলামকে দাঁড়িয়ে থাকতে দেখে । পুলিশ প্রথমে তাকে জিজ্ঞাসাবাদ করে । কিন্তু সে অসংলগ্ন কথাবার্তা বললে পুলিশ তার ব্যাগে তল্লাশি চালাতেই ১৬টি বান্ডিলে ৫০০ টাকার মোট ১,৫৭০টি জাল ভারতীয় নোট (FICN) দেখতে পায় । এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে৷ ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার প্রাসঙ্গিক ধারায় মামলা রজু করে পরের দিন ধৃতকে আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ । এই চক্রে আর কারা যুক্ত আছে জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ।।