এইদিন ওয়েবডেস্ক,ফেনী,১২ জানুয়ারী : ফের বাংলাদেশে জিহাদিদের অস্ত্রে কেড়ে নিল এক তরতাজা হিন্দু তরুনের প্রাণ । এবারে ফেনীর দাগনভূঞা উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর সুমীর দাস নামে ওই তরুনের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল প্রায় রাত ২টার দিকে—দক্ষিণ করিমপুর এলাকায় দেহটি পাওয়া যায়।নিহত সুমীর দাস দাগনভূঞা থানার ফাজিলঘাট ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা।
পারিবার সূত্রে জানা যায়, গতকাল সারাদিন ধরেই নিখোঁজ ছিলেন সুমীর। দিনভর অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। অবশেষে গভীর রাতে দক্ষিণ করিমপুরে তার সারা শরীরে ধারাল কোপানো দেহ পাওয়া যায় । পরিবারের অভিযোগ, সুমীরকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও স্থানীয়রা এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।।

