এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১৪ ফেব্রুয়ারী : আজকের এই দিনটি ভারতের ইতিহাসে অন্যতম একটি অন্ধকারময় দিন । চার বছর আগে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় ভারতীয় সেনাবাহিনীর নিরাপত্তা বাহিনীর ওপর সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলা হয়েছিল এই দিনে । পাকিস্তানের মদতপুষ্ট কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মোহাম্মদ জঙ্গিদের আত্মঘাতী বোমা হামলায় শহীদ হয়েছিলেন সেনার গাড়িতে থাকা ৪০ জন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) জওয়ান । ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারী বিকেলের দিকে এই হামলা হয় । পরে মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় খবর মৃত্যুর খবর প্রকাশিত হলে গোটা ভারত শোকে মুহ্যমান হয়ে পড়ে । দাবি ওঠে পাকিস্তানের বিরুদ্ধে পালটা হামলা চালানোর ।
দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার হাইওয়েতে আধাসামরিক বাহিনীর একটি বড় গাড়িবহর যাচ্ছিল ওই দিন । তার মধ্যে দুটি বাসকে নিশানা করে সন্ত্রাসবাদীরা । বাস দুটিতে ছিল ৪০ জন সিআরপিএফ জওয়ান । হামলায় তাঁদের সকলেরই মৃত্যু হয় । হামলার কিছুক্ষণ পরে জয়শ-ই-মোহাম্মদ একটি ভিডিও প্রকাশ করে হামলার দায় স্বীকার করে। আত্মঘাতী বোমা হামলাকারী আদিল আহমেদ দার (Adil Ahmad Dar) নিজেকে একজন স্থানীয় কাশ্মীরি জিহাদি বলে দাবি করে । যে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার কাকাপোরা গুন্ডিবাগের বাসিন্দা ছিল ।
এই সেই সন্ত্রাসবাদী 👇
এদিকে এই হামলার ফলে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের আরও অবনতি হয় । ভারত তার সবচেয়ে অগ্রাধিকার দেশ হিসাবে পাকিস্তানের মর্যাদা সরিয়ে দিয়েছে। ভারতে আমদানি করা সমস্ত পাকিস্তানি পণ্যের উপর ২০০ শতাংশ শুল্ক বৃদ্ধি করা হয় । ১৭ ফেব্রুয়ারী জম্মু ও কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতাদের জন্য নিরাপত্তা ব্যবস্থা তুলে নেয় প্রশাসন । পাশাপাশি পাকিস্তানকে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের (এফএটিএফ) কালো তালিকায় যুক্ত করার দাবি জানায় ভারত ।
পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলার প্রত্যুত্তরে ঘটনার ১২ দিন পর পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বালাকোটে জেইএম ক্যাম্পে বোমা হামলা চালায় ভারতীয় বিমান বাহিনীর জেট বিমান । ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের পর এই প্রথম কোনো ভারতীয় যুদ্ধ বিমান নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করেছে। বারোটি মিরাজ ২০০০ বিমান ওই অপারেশনে যুক্ত ছিল । নিয়ন্ত্রণ রেখার ওপারে জইশ-ই-মোহাম্মদের শিবিরগুলিতে ১,০০০ কিলোগ্রাম বোমা ফেলা হয়েছিল সেদিন । সেই অপারেশনের ফলে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় পাকিস্তানের বালাকোট সেক্টরে কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মোহাম্মদের একটি ক্যাম্প ।।