প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৩ মার্চ : তারাপীঠে পুজো দিতে যাওয়ার সময় ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল এক সিভিক ভলান্টিয়ারের । মৃতের নাম অরুপ রায় (২৮) । কলকাতার বেহালা থানায় কর্মরত এই সিভিক ভলান্টিয়ারের বাড়ি কলকাতার গড়িয়া থানা এলাকায় । শনিবার রাত ১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমান স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে । ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় । ঘটনার তদন্তে নেমে রেল পুলিশ রাতেই উদ্ধার করে সিভিক ভলান্টিয়ারের মৃতদেহ । রবিবার বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ মর্গে মৃতদেহের ময়নাতদন্ত হয় ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,সিভিক ভলান্টিয়ার অরুপ রায় তাঁর কয়েকজন বন্ধুর সঙ্গে আপ কবিগুরু এক্সপ্রেসে চড়ে তারাপীঠে পুজো দিতে যাচ্ছিলেন । মৃতের আত্মীয় স্বপন দেব জানান,রাত ১ টা নাগাদ ট্রেনটি বর্ধমান স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ায় । ওই সময়ে অরুপ ট্রেন থেকে প্ল্যাটফর্মে নামে।ট্রেনটি ফের বর্ধমান স্টেশন থেকে ছাড়লে অরুপ চলন্ত ট্রেনে চাপতে গিয়ে কোনভাবে নিচে পড়ে যায় । আর সেই কারণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় ।।