এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১০ অক্টোবর : রবিবার কোজাগরী পূর্ণিমার রাতে কলকাতার খিদিরপুর মোমিনপুরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে । সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে এক শ্রেণীর মানু্ষ পাথরবাজি করছে । প্রাণ ভয়ে পালিয়ে যাচ্ছে সাধারণ মানুষ । এমনকি ঘটনাস্থলে কলকাতা পুলিশবাহিনী মজুত থাকলেও পুলিশকে পিছু হঠতে দেখা যায় । অন্য কিছু ভিডিওতে দেখা গেছে কিছু বাড়িঘর লক্ষ্য করে এলোপাথাড়ি ইঁটপাটকেল ছোড়া হচ্ছে ।
এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি ফেসবুকে লিখেছে, ‘কোজাগরী পূর্ণিমার রাতে মোমিনপুরের হিংসায় দোকানপাট লুঠ, মোটরসাইকেল ভাঙচুর ও একবালপুর থানার দখল দুষ্কৃতীদের হাতে চলে যাওয়ার অর্থ হলো, উলুবেড়িয়ার পাঁচলার ঘটনার পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা প্রবল। মমতা সরকারের তোষণের নীতি ও দুষ্কৃতী দমনে উদাসীনতার ফলে এই স্ফুলিঙ্গ দাবানলে রূপান্তরিত হওয়া শুধু সময়ের অপেক্ষা মাত্র। তাই আমি ভারত সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ জি ও পশ্চিমবঙ্গের মহামান্য রাজ্যপাল শ্রী লা গণেশন জিকে চিঠি লিখে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলার অবনতির বিষয়ে অবগত করিয়েছি।আমি অনুরোধ জানিয়েছি যে এই মূহুর্তেই যেন এই হিংসা হাতের বাইরে চলে যাওয়ার আগে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে আইন শৃঙ্খলা রক্ষা করা হয় ।’।