দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),০৭ অক্টোবর : একাদশীর রাতে শ্বশুরবাড়িতে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল পূর্ব বর্ধমান জেলার ভাতারে ৷ পুলিশ জানিয়েছে, নিহত যুবকের নাম রাজেন ঘোষ(২৪) । তাঁর বাড়ি ভাতার থানার পালাড় গ্রামে। বৃহস্পতিবার রাতে ভাতার থানার নর্জা বাসস্ট্যান্ড এলাকায় শ্বশুরবাড়ি থেকে তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ । এদিকে যুবকের মৃত্যুর কারণ নিয়ে ধন্দ্বে পরিবার । তবে নিহতের শ্বশুরবাড়ির দাবি মদ্যপান নিয়ে অশান্তির জেরেই আত্মঘাতী হয়েছেন রাজেন । শুক্রবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ ।
জানা গেছে,ভাতার থানার পালাড় গ্রামের বাসিন্দা রাজেন ঘোষরা দু’ভাই । সে ছোট । ভাতার বাজারের একটি ইলেকট্রনিক্সের শোরুমে কাজ করতেন রাজেন । বছর খানেক আগে নর্জা বাজারের বাসিন্দা মৃন্ময় ঘোষের একমাত্র মেয়ে রিমা ঘোষের সঙ্গে তাঁর প্রেম বিবাহ হয়েছিল । মৃতের পরিবার সুত্রে জানা গেছে,দূর্গাপুজোর পঞ্চমীর দিন স্ত্রীর সঙ্গে শ্বশুরবাড়ি চলে যান রাজেন । তারপর থেকে তিনি শ্বশুরবাড়িতেই রয়েছেন । কেবল নবমীর দিন একবার বাড়ি আসেন তিনি । কিন্তু কিছুক্ষণ বাড়িতে কাটিয়ে ফের তিনি শ্বশুরবাড়ি ফিরে গিয়েছিলেন ।
মৃত যুবকের বাবা মানিক ঘোষ জানিয়েছেন, বৃহস্পতিবার গভীর রাতে ফোনে খবর আসে তাঁর ছেলে আত্মঘাতী হয়েছে । তারপর তাঁরা ভাতার থানায় এসে ছেলের মৃতদেহ দেখতে পান । তিনি বলেন,’খুটিনাটি বিষয় নিয়ে ছেলে ও পুত্রবধূর মধ্যে প্রায়ই অশান্তি হত । সেই কারনে বিয়ের পর থেকে অধিকাংশ দিনই শ্বশুরবাড়িতে কাটাতো ছেলে ।’ তাঁর অভিযোগ,’ছেলের মৃত্যুর খবর পর্যন্ত দেয়নি ছেলের শ্বশুরবাড়ির লোকেরা । রাতে থানাতে ছেলের শ্বশুরবাড়ির কাউকে দেখতে পাইনি ।’ ছেলের অস্বাভাবিক মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন মানিকবাবু ।
অন্যদিকে মৃতের শ্বশুর মৃন্ময় ঘোষের দাবি, ‘বৃহস্পতিবার রাতে পাড়ায় পুজো উপলক্ষে একটা অনুষ্ঠান ছিল । সেই অনুষ্ঠান দেখতে গিয়েছিল রাজেন । রাত্রি প্রায় ১১ টা নাগাদ সে বাড়ি ফিরে আসে । কিন্তু রাজেন মদ্যপান করায় মেয়ের সঙ্গে অশান্তি হয়েছিল । তারপর আমার মেয়ে পাড়ার একটি অনুষ্ঠান বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে চলে যায় । এদিকে আমার স্ত্রী রাজেনকে রাত্রির খাবার খাওয়ার জন্য ডাকতে গেলে দরজা বন্ধ দেখে । সন্দেহ হওয়ায় দরজার খিল ভেঙে ঘরের ভিতরে ঢুকলে জামাইকে ঝুলন্ত অবস্থায় দেখা যায় ।’
জানা গেছে,নিহতের শ্বশুরবাড়ির লোকজনের কাছ থেকে ঘটনাস্থলে যায় ভাতার থানার পুলিশ । তারপর পুলিশ দেহটি ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে থানায় আনে । পুলিশ জানিয়েছে,একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রজু করে ঘটনার তদন্ত করা হচ্ছে ।।