দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৪ জানুয়ারী : পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার নসিপুর গ্রামে পাশাপাশি দুটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় জেলবন্দি দুই কুখ্যাত দুষ্কৃতিকে নিজেদের হেফাজতে নিল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার পুলিশ । পুলিশ জানিয়েছে, হেফাজতে নেওয়া ওই দুই দুষ্কৃতির নাম নাসিম শেখ ও চন্দন শেখ । নাসিমের বাড়ি ছিল কাটোয়ার মাঠপাড়া। তবে ইদানিং সে গলসি এলাকায় থাকতে শুরু করেছিল । চন্দন মন্তেশ্বর থানার ভেলিয়া গ্রামের বাসিন্দা ৷ গাঁজা পাচার করতে গিয়ে বর্ধমান থানার পুলিশের হাতে ধরা পড়ার পর জেলের সাজা কাটাচ্ছিল তারা দু’জন । চুরির ঘটনায় ধৃত অপর দুই দুষ্কৃতি আলম শেখ ওরফে ডাকাই এবং জহিরুদ্দিন শেখ ওরফে ছোটকাকে পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে জেরা করে নাসিম ও চন্দনের হদিশ পায় । ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে একটি বড়সড় গ্যাং রয়েছে এই চুরি চক্রের পিছনে । বাকি দুষ্কৃতিদের হদিশ করতে ধৃতদের জেরা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ ।
পুলিশ সুত্রে জানা গেছে,নসিপুর গ্রামে জোড়া বাড়িতে চুরির ঘটনাটি ঘটে গত বছর ২০ ডিসেম্বর রাতে। দুই বাড়ির গেটসহ একাধিক ঘরের তালা ভেঙে সর্বস্ব নিয়ে চম্পট দেয় দুষ্কৃতি দল । মোবাইল ফোনের সুত্র ধরে আলম শেখ ও জহিরুদ্দিন শেখের জড়িত থাকার প্রমান মেলে ৷ পুলিশ তাদের গ্রেফতার করে নিজেদের হেফাজতে নেয় । পুলিশি জেরার মুখে তারা ওই চুরির ঘটনায় নাসিম শেখ ও চন্দন শেখের জড়িত থাকার কথা কবুল করে ।
ওই দুই দুষ্কৃতির হদিশ করতে গিয়ে পুলিশ জানতে পারে গত ২৯ ডিসেম্বর তারা গাঁজা পাচার করতে গিয়ে বর্ধমান থানার পুলিশের হাতে ধরা পড়েছিল । তাদের আদালতে তোলা হলে জেল হেফাজতে পাঠানো হয় । এরপর কাটোয়া থানার পুলিশ তাদের নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় । মঙ্গলবার নাসিম ও চন্দনকে কাটোয়া মহকুমা আদালতে তুলে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় কাটোয়া থানার পুলিশ । বিচারক ধৃতদের ৬ দিনের জন্য পুলিশ হেফাজত মঞ্জুর করেন ।
প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে শুধু নসিপুর গ্রামের চুরি ছাড়াও একাধিক চুরির ঘটনায় যুক্ত ওই দুই কুখ্যাত দুষ্কৃতি । এবার তাদের জেরা করে এলাকার অনেক চুরির ঘটনার কিনারা হবে বলে আশাবাদী পুলিশ ।।