প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০১ জানুয়ারী : যুবক ছেলে মুম্বাইয়ের একটি কোম্পানিতে চাকুরি করত । আজ নতুন বছরের প্রথম দিনে কর্মস্থলে ফেরার কথা ছিল তার । তাই একটা চারচাকা গাড়ি করে ছেলেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছে দিতে যাচ্ছিলেন যুবকের বাবা-মা । কিন্তু মাঝপথেই ভয়াবহ দুর্ঘটনার বলি হতে হল বাবা-মা ও ছেলেকে । এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার বিকাল ৪ টে নাগাদ পূর্ব বর্ধমানের শক্তিগড়ে ১৯ নম্বর জাতীয় সড়কে। পুলিশ জানিয়েছে,মৃতরা হলেন বাবা শেখ মহম্মদ মুরশেদ(৫৫), মা রেজিনা খাতুন (৫১) এবং ছেলে শেখ শাহানাওয়াজ (২৭)। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন গাড়ির চালক ৷ হতাহতের বাড়ি পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর সিটি সেন্টারে ।
জানা গেছে,এদিন রাতের বিমানে চেপে মুম্বাই যাওয়ার কথা ছিল শেখ শাহানাওয়াজের৷ সেই কারনে একটি ভাড়া গাড়ি করে ছেলেকে দমদম বিমানবন্দরে পৌঁছে দিতে যাচ্ছিলেন মহম্মদ মুরশেদ ও রেজিনা খাতুন । তাদের গাড়িটি ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় শক্তিগড়ে আসতেই সামনে থাকা ট্যাঙ্কারের পিছনে সজোর ধাক্কা দেয় । গাড়িটির গতি এতটাই প্রবল ছিল যে সংঘর্ষে গাড়িটি কার্যত দুমড়ে মুচড়ে যায়৷ ঘটনাস্থলে মৃত্যু হয় শেখ শাহানাওয়াজসহ তাঁর বাবা ও মায়ের । গুরুতর আহত হন চালক ৷
প্রাথমিকভাবে অনুমান যে প্রবল গতির কারনেই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে । তবে যান্ত্রিক ত্রুটির কারনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে কিনা তদন্ত করে দেখতে পুলিশ । দুর্ঘটনাগ্রস্ত চারচাকা গাড়ি ও ট্যাঙ্কারটি আটক করেছে পুলিশ ।।
