সেখ মিলন,ভাতার(পূর্ব বর্ধমান),১৬ এপ্রিল : বৃহস্পতিবার ছিল বাংলা বছরের প্রথম দিন । আর বছরের শুরুতেই প্রচারে ঝড় তুললেন ভাতার বিধানসভার তৃণমূলের প্রার্থী ৬৬ বছরের “যুবক,” মানগোবিন্দ অধিকারী । এদিন তিনি ভাতার ব্লকের বড়বেলুন-২ অঞ্চলের অন্তর্গত নাসিগ্রামের বাড়ি বাড়ি ঘুরে নির্বাচনী প্রচার চালালেন । প্রার্থী ঘোষণার পর থেকেই ভাতার বিধানসভার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পায়ে হেঁটে ঘুরে ঘুরেই প্রচারে ভোটের প্রচার চালিয়ে যাচ্ছেন মানগোবিন্দবাবু । সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গোটা এলাকা কার্যত চষে ফেলছেন প্রবীন এই তৃণমূল নেতা ৷ মাঝে দুপুরে কেবল ঘন্টা খানেকের জন্য বিশ্রাম । প্রার্থী হিসাবে নাম ঘোষনার পর থেকে এটাই তাঁর কার্যত রুটিন হয়ে গেছে । তাঁর এই অফুরন্ত জীবনী শক্তি দেখে বিস্মিত এলাকাবাসী ।
এই বিষয়ে প্রশ্ন করা হলে মুচকি হেঁসে মানগোবিন্দবাবু জানান, তিনি দীর্ঘদিন ধরেই খেলাধুলার সঙ্গে যুক্ত ছিলেন । তাই এই পরিশ্রমে তাঁর বিশেষ অসুবিধা হয় না । পাশাপাশি তিনি বলেন, ‘পয়লা বৈশাখের দিনটিতে সকলের কাছ থেকে শুভেচ্ছা গ্রহণ করে নতুন উদ্যোমে প্রচার পর্ব শুরু করলাম । উপরওয়ালার কাছে প্রার্থনা করলাম যাতে মহামারী করোনা ভাইরাস থেকে মানুষ রক্ষা পান, সকলে যেন ভালো থাকেন, সুখে-শান্তিতে যেন সকলে বসবাস করতে পারেন ।।