শেখ মিলন,ভাতার(পূর্ব বর্ধমান),১০ ফেব্রুয়ারী : আজ সোমবার থেকে শুরু হল মাধ্যমিক পরীক্ষা। এবছর রাজ্য জুড়ে পরীক্ষার্থীর সংখ্যা রয়েছে ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩ জন। তার মধ্যে শুধু পূর্ব বর্ধমানের ভাতার ব্লকে ছটি পরীক্ষা কেন্দ্রে মোট ২৫৭৭ জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষায় বসেছিল । পরীক্ষার প্রথম দিনেই নির্দিষ্ট সময়ে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে হাজির হয় । জীবনের প্রথম বড় পরীক্ষায় ছাত্র-ছাত্রীদের মনোবল বৃদ্ধি ও শুভেচ্ছা বিনিময়ে এগিয়ে আসেন বিভিন্ন সংগঠনের সদস্যরা।
ভাতার মাধব পাবলিক হাইস্কুলে পরীক্ষার্থীর সংখ্যা ৮০৬ জন। পরীক্ষার্থীদের মনোবল বৃদ্ধি করতে ভাতারের বিধায়ক মান গোবিন্দ অধিকারী এদিন পরীক্ষা কেন্দ্রের বাইরে ছাত্র-ছাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে তাদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেন। ভাতার ব্লক তৃণমূল ছাত্র পরিষদ, ভাতার গ্রাম পঞ্চায়েত, ভাতার থানার পুলিশ প্রশাসন সহ ভাতার একাদশ এন্ড অ্যাথলেটিক্স ক্লাবের সদস্যরা পরীক্ষার্থীদের পাশে দাঁড়াতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। ছাত্র-ছাত্রীদের গোলাপ ফুল, জলের বোতল, বিস্কুট সহ শুকনো খাদ্য সামগ্রী প্রদান করা হয় । ভাতার একাদশ ক্লাব এর উদ্যোগে অভিভাবকদের জন্য বিশ্রামাগার সহ নানান ব্যবস্থা গ্রহণ করা হয়।
ভাতার মাধব পাবলিক হাই স্কুল পরীক্ষাকেন্দ্র যেহেতু বর্ধমান কাটোয়ার মেন রোডের পাশেই তাই বাড়তি নিরাপত্তা ব্যবস্থায় জোর দেওয়া হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। যানজট নিয়ন্ত্রণ ও কোনরুপ অপ্রীতিকর ঘটনা এড়াতে ভাতার থানার পুলিশের তৎপরতা লক্ষ্য করা যায় । তবে পরীক্ষার প্রথম দিনে ভাতার মাধব পাবলিক হাইস্কুল পরীক্ষা কেন্দ্রের এক পরীক্ষার্থী বোর্ড নিয়ে যেতে ভুলে গেলে ভাতার থানার ওসি বুদ্ধদেব ঢুলি স্থানীয় দোকান থেকে বোর্ড কিনে ওই পরীক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেন। সব মিলিয়ে মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে পরীক্ষার্থীদের পাশে দাঁড়াতে পুলিশ প্রশাসন সহ বিভিন্ন সংগঠনের সদস্যদের সক্রিয় ভূমিকাকে প্রশংসা করেছেন পরীক্ষার্থীদের অভিভাবক সহ বিশিষ্টজনেরা। সকল পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেন বিভিন্ন সংগঠনের সংগঠনের সদস্যরা ।।